মেট্রোয় ‘শ্লীলতাহানি’
নিজস্ব সংবাদদাতা |
মেট্রো রেলে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে মঙ্গলবার গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম বাবু শিকারী (২৫)। বাড়ি যাদবপুরে। মেট্রো সূত্রে খবর, এ দিন সকালে ওই তরুণী কবি নজরুল স্টেশন থেকে ট্রেনে ওঠেন। তরুণীর অভিযোগ, ওই যুবক সেখান থেকে তাঁর পিছু নেয়। ট্রেন ছাড়ার পর থেকেই তাঁকে উত্ত্যক্ত করতে থাকে। তরুণীর গায়েও সে হাত দেয় বলে অভিযোগ। তরুণীর চিৎকারে ট্রেনের অন্য যাত্রীরা যুবককে ধরে ফেলেন। পুলিশ জানায়, যাত্রীরা ওই যুবককে ময়দান স্টেশনে আরপিওএফ-এর হাতে তুলে দেন। আরপিএফ অভিযুক্তকে তুলে দেয় ময়দান থানার পুলিশের হাতে। ময়দান থানায় যুবকের বিরুদ্ধে ওই তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানান, এই ধরনের ঘটনা এড়াতে আরপিএফকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে। ট্রেনগুলিতে সাদা পোশাকে আরপিএফ-কে টহল দিতে বলা হয়েছে।
|
বিশরপাড়ায় কনস্টেবল খুনে অভিযুক্ত ধৃত |
এক বছরেরও বেশি সময় ধরে গা-ঢাকা দিয়ে ছিল সে। অবশেষে ধরা পড়ল কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দামের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত বিশ্বজিৎ দাস। সিআইডি জানায়, মঙ্গলবার পুরুলিয়ার মানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সেখানে একটি আসুর গুদামে কাদ নিয়েছিল ওই যুবক। তবে শুধু পুরুলিয়া নয়, বিভিন্ন সময়ে আরও কয়েকটি জেলায় পরিচয় গোপন করে লুকিয়ে ছিল সে। কোথাও হোটেলে কাজ করত, কখনও বা চায়ের দোকানে। ইতিমধ্যেই আদালতে তার বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। গত বছর মার্চে দোলের দিন বিরাটির বিশরপাড়া এলাকায় অসীমবাবুর বাড়িতে চড়াও হয় বিশ্বজিৎ-সহ মদ্যপ কয়েক জন দুষ্কৃতী। অভিযোগ, এন্টালি থানার ওই কনস্টেবলের ভাগ্নির শ্লীলতাহানির চেষ্টা করে তারা। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে খুন হন অসীমবাবু।
|
দমদমের পি কে গুহ রোডের একটি দোকানের সামনে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। পুলিশ জানিয়েছে, ওই প্রৌঢ়ের নাম সুখলাল সামন্ত (৫৪)। তাঁর বাড়ি দমদম এক নম্বর গেটের কাছে। এ দিন সকালে পি কে গুহ রোডের একটি বন্ধ দোকানের শাটারের একটি হুকের সঙ্গে গামছা বাঁধা অবস্থায় সুখলালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকায় বাসিন্দারা। তাঁরাই দমদম পুলিশকে খবর দেন। এর পর ওই ব্যক্তির বাড়িতে খবর দেওয়া হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। |