বাজি পড়ে মৃত্যু শিশুর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মাথায় জ্বলন্ত বাজি পড়ে গিয়ে মঙ্গলবার মৃত্যু হল এক শিশুর। মৃতের নাম দীপ পাল (৭)। বাড়ি মেমারির সুলতানপুরে কাছে সেনপুর গ্রামে। ওই শিশুটি ভোররাতে পরিবারের লোকের সঙ্গে গ্রামে মনসাপুজো উপলক্ষে বাজি পোড়ানো দেখছিল। হঠাৎই তুবড়ি ছিটকে এসে মাথায় পড়লে অগ্নিদগ্ধ হয় সে। শিশুটিকে কালনা মহকুমা হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে সাতটা নাগাদ মারা যায় সে। শিশুটির বাবা তরুণ পাল বলেন, “প্রতি বছর গ্রামের মনসা পুজোয় সপরিবারে বাজি ফাটানো দেখতে যাই। এটাকে পুণ্যের কাজ বলেই মনে করি। কিন্তু এমন হবে তা স্বপ্নেও ভাবতে পারিনি।”
|
হামলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মেমারির বামুনপাড়া মোড়ে কামদুনি নিয়ে সিপিএমের গণতান্ত্রিক মহিলা সমিতি মঙ্গলবার একটি মিছিল করার জন্য জড়ো হচ্ছিল। নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিধয়াক মহারানি কুমার ও সন্ধ্যা ভট্টাচার্য। অভিযোগ, তাতে ৭-৮ জন তৃণমূলের দুষ্কৃতী চড়াও হয় এবং দুই বিধায়কও রেহাই পাননি। রাত ৮টা নাগাদ মেমারি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।
|
স্বপনের চা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ভোটের আগে বাড়িতে চা খাবেন না। এলাকার চায়ের দোকানে গিয়ে বসুন। দরকার হলে প্রচারে বেরিয়ে যে বাড়িতে বেশি ভোটার আছে, সেখানে চা চেয়ে খান অনেকটা সিপিএমের ঢঙেই নেতা-কর্মীদের এ ভাবে ঘরে-ঘরে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিলেন বর্ধমানে গ্রামীণ তৃণমূলের নেতা তথা প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। প্রচার কেমন হবে, তা বলতে গিয়ে প্রার্থীদের প্রতি তাঁর পরামর্শ, “রোজ সন্ধ্যায় পাড়ায়-পাড়ায় তাসের আসরে গিয়ে বসুন। দেখবেন, নিজের পরিচিত বাড়ানোর কাজ হচ্ছে। অনেক বেশি ভোট পাচ্ছেন।”
|
অস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গুলি ভর্তি পাইপগান-সহ গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। রায়নার গোপালপুর মোড়ে ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। রোবসের মল্লিক নামে ওই ব্যক্তির বাড়ি স্থানীয় জোৎসাদি গ্রামে। পুলিশি তল্লাশি চলার সময় সে পালানোর চেষ্টা করে। |