জেলা পরিষদের প্রার্থীদের আচরণ বিধি সম্পর্কিত সচেতনার সভায় এক জেডিইউ প্রার্থীর মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গেল। শনিবার জেলা পরিষদের সভাকক্ষে ঝালদা ২ ব্লকের ১৮ নম্বর আসন থেকে মনোনয়ন দাখিল করা এক প্রার্থী সভার শেষে বলে ওঠেন, “পুরুলিয়া পিছিয়ে পড়া জেলা। আমরা যাঁরাই জয়ী হয়ে আসব, তাঁদের সকলের পুরুলিয়ার উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার উন্নয়নে আন্তরিক। আমাদের উচিত তাঁর হাত শক্ত করা।” প্রশাসনের আধিকারিক ও জেলা পরিদর্শক অস্বস্তিতে পড়ে যান। রে রে করে প্রতিবাদ করে ওঠেন কংগ্রেস ও সিপিএমের প্রার্থীরা। কংগ্রেসের ঝালদা ২ ব্লকের প্রার্থী লালমোহন চৌধুরীর কথায়, “উনি আমার কেন্দ্রেরই জেডিইউ প্রার্থী। প্রশাসনিক বৈঠকে ওঁর এ কথা বলা ঠিক হয়নি।” তৃণমূলের জেলা কাযর্করী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ও জেলা পরিষদের প্রার্থী। তিনি বলেন, “কেউ যদি এমন মন্তব্য করেন, আমরা কি করতে পারি।” মহকুমাশাসক (পুরুলিয়া পশ্চিম) নিমাইচাঁদ হালদার বলেন, “এক প্রার্থী এমন কথা বলার পরে সভাগৃহে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। পরে অবশ্য ওই প্রার্থী এ জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।”
|
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ও প্রশাসনের আশ্বাসে তিন দিন পর শনিবার সন্ধ্যায় অনশন প্রত্যাহার করলেন পাম্পহাউসের ঠিকা শ্রমিকরা। ওই ১০ ঠিকা শ্রমিকের মধ্যে আনন্দ ভাণ্ডারী নামের ভিরিঙ্গি গ্রামের এক শ্রমিক রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করা হয়েছে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে। সাঁওতালডিহি বিদ্যুৎকেন্দ্রের জেনারেল ম্যানেজার স্বপন মাইতি বলেন, “২২ জুন শ্রমিকদের সঙ্গে তাঁদের দাবি নিয়ে আলোচনায় বসা হবে।” সাঁওতালডিহি বিদ্যুৎকেন্দ্রে জল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত ঠিকা সংস্থার বিরুদ্ধে মজুরী দেওয়া-সহ আরও কিছু অভিযোগ তুলে বৃহস্পতিবার থেকে অনশনে বসেন ঠিকা শ্রমিকদের একাংশ। এর জেরে তিন দিন ধরে ভিরিঙ্গি থেকে জল সরবরাহ বন্ধ ছিল বিদ্যুৎকেন্দ্রে। শনিবার শ্রমিকদের কাছে যান বিদ্যুৎকেন্দ্রের জেনারেল ম্যানেজার ও নিতুড়িয়ার বিডিও শারদ্বদ্যুতি চৌধুরী। তৃণমূলের সমর্থক ওই শ্রমিকদের সঙ্গে বৈঠকে ছিলেন দলের যুব সংগঠনের রঘুনাথপুর ২ ব্লক সভাপতি স্বপন মেহেতা। তিনি বলেন, “শ্রমিকদের নায্য দাবি থেকে ঠিকাদার বঞ্চিত করছেন। আমরা ওদের আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়েছিলাম। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ও প্রশাসন শ্রমিকদর দাবি মেটানোর বিষয়ে আশ্বাস দেওয়ায় শ্রমিকরা সন্তুষ্ট হয়ে অনশন প্রত্যাহার করেছেন।” জিএম বলেন, “শ্রমিকদের দাবি সহানুভূতির সঙ্গে দেখব।”
|
জয়পুর থানার পুলিশকর্মীদের হামলার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার জয়পুরের পালনঝা গ্রামে বুথ পরিদর্শনে যাওয়া পুলিশ কর্মীরা দুই জুয়াড়িকে হাতেনাতে পাকড়াও করে। গ্রামবাসীদের একাংশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়ে জুয়াড়িদের ছাড়িয়ে নেয়। জখম হন জয়পুর থানার আইসি অরুণ বাগদি-সহ তিন পুলিশ কর্মী। রাতে আইসিকে পুরুলিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) পিনাকী দত্ত পুলিশ বাহিনী নিয়ে দিয়ে তল্লাশি চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের জেল হাজত হয়।
|
দেওয়ালে নির্বাচনী প্রচার লিখতে গিয়ে সিপিএমের কর্মীদের আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার বিকেলে বান্দোয়ানের পোপো গ্রামের ঘটনা। রাতে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। অন্য দিকে, তৃণমূলের পোস্টার ও পতাকা পোড়ানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শনিবার রাতে ওন্দার লোধনা এলাকার ঘটনা। দুই ঘটনার জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ভোটের আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এলাকায় যায়। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল এক বেসরকারি অর্থলগ্নি সংস্থার কর্তাকে। পুলিশ জানায়, ধৃত সাগর বাউরি ওই সংস্থার রঘুনাথপুর শাখায় কাজ করতেন। কিন্তু সেই শাখা বছরখানেক ধরে বন্ধ। সাগরবাবুর বাড়ি পুরুলিয়ার সাঁতুড়ির উকা গ্রামে। আমানতকারীরা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে শুক্রবার রাতে তাঁকে ধরা হয়। শনিবার রঘুনাথপুর আদালত তাঁকে দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।
|
কীর্তনের আসরে বিবাদের জেরে এক প্রৌঢ়কে রড দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল পাড়া থানার পিড়মা গ্রামে। শনিবার বিকেলের ঘটনা। মৃতের নাম ভিক্ষাকর মাজি (৬০)। ওই গ্রামেই তাঁর বাড়ি। রাতে বোকারোর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। দুই তরফে মোট ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের মধ্যে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
|
রঘুনাথপুরের চেলিয়ামা গ্রামে শনিবার বাড়ির কাছে কুয়োর ভিতরে মিলল নিখোঁজ ছাত্র শৌভিক ভট্টাচার্যের (১৬) দেহ। বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল। অন্য দিকে, ওই দিন সন্ধ্যায় তিন দিন ধরে নিখোঁজ থাকা বিষ্ণুপুরের গোপালপুর গ্রামের বধূ মন্দিরা শর্মার (২৩) গলায় ফাঁস দেওয়া দেহ মেলে জঙ্গলে। রবিবার স্বামী-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। |