‘রাজনৈতিক মন্থন চলছে’
তৎপরতা বিকল্প নীতির জন্যই, মন্তব্য ইয়েচুরিরও
ংগ্রেস এবং বিজেপি-র বাইরে দেশের মানুষকে বিকল্প নীতি উপহার দেওয়াই তাদের লক্ষ্য বলে ফের জানাল সিপিএম। এই লক্ষ্যেই অ-কংগ্রেস ও অ-বিজেপি দলগুলিকে বিকল্প নীতির ভিত্তিতে কাছে টানার চেষ্টা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শনিবার যা বলেছিলেন, রবিবার কলকাতায় এসে প্রায় তারই পুনরাবৃত্তি করেছেন সিপিএমের আর এক পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি।
আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এক দিকে ফেডেরাল ফ্রন্টের ডাক দিয়েছেন, তেমনই বামেরাও মুলায়ম সিংহ যাদব, শরদ যাদবদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ইয়েচুরি এ দিন বলেন, “দেশে এখন আসলে রাজনৈতিক মন্থন চলছে। রাজনৈতিক জোট-বিন্যাস হচ্ছে, পুনর্বিন্যাসও হচ্ছে। এই প্রক্রিয়া ভবিষ্যতে কী চেহারা নেবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে দেশের মানুষ বিকল্প নীতি চান। সেটা গড়ে তোলার জন্যই আমরা অ-কংগ্রেস এবং অ-বিজেপি দলগুলিকে এক করতে চাই।”
মুলায়ম-শরদ-চন্দ্রবাবু নায়ডুর মতো আঞ্চলিক নেতাদের সঙ্গে এক প্রস্ত কথা হয়েছে প্রকাশ কারাট-ইয়েচুরিদের। আগামী ১ জুলাই দিল্লিতে বাম দলগুলির কনভেনশনে অভিন্ন ন্যূনতম কিছু কর্মসূচি পেশ করা হবে। তার ভিত্তিতে আবার আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন সমঝোতার ব্যাপারে ফের কথা বলা হবে। বামেরা অবশ্য এখন আর তাদের উদ্যোগকে ‘তৃতীয় ফ্রন্ট’ বলতে নারাজ। তাদের এখনকার লক্ষ্য ‘বাম গণতান্ত্রিক মোর্চা’ গঠন। ইয়েচুরির কথায়, “আমাদের দেশে বামেদের দু’টি ধারা আছে কমিউনিস্ট বাম ও সমাজবাদী বাম। এই দু’টি ধারা এক জায়গায় আসতে পারলে আমরা শক্তিশালী রাজনৈতিক পক্ষ হতে পারি।”
বিকল্প নীতিকে মূল লক্ষ্য ধরে নিজেদের প্রয়াসের কথা বলার পাশাপাশি মমতার উদ্যোগকে অবশ্য কটাক্ষ করতে ছাড়ছেন না সিপিএম নেতৃত্ব। ইয়েচুরি যেমন এ দিন কলকাতা বন্দর বাঁচানোর লক্ষ্যে আয়োজিত এক কনভেনশনের পরে বলেছেন, “শুধু ঘোষণা করে দিলেই ফ্রন্ট হয়ে যায় না! এই রকম পরীক্ষা-নিরীক্ষা অতীতে দেখা গিয়েছে। এগুলো বেশি দিন টেঁকেও না, মানুষের আস্থাও অর্জন করতে পারে না।” সিপিএমের রাজ্যসভার দলনেতার মতে, “উনি (মমতা) হয়তো সরকারের ত্রুটি-বিচ্যুতি থেকে দৃষ্টি ঘোরাতে এই কৌশল নিয়েছেন। বা জাতীয় রাজনীতিতে নিজের গুরুত্ব বাড়াতে চাইছেন।”

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.