স্থগিত স্নাতকের প্র্যাকটিক্যাল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পঞ্চায়েত ভোটের জন্য স্থগিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি পার্ট-১-র পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল ও বিপিএ-র প্র্যাকটিক্যাল পরীক্ষা। আজ, ১৭ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত এই পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল। তা স্থগিত করা হয়েছে। তবে ১৭ ও ১৮ জুনের পাশ পাঠ্যক্রমের লেখা পরীক্ষাগুলি নির্দিষ্ট দিনেই হবে বলে জানানো হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ামক রামবিলাস মহাপাত্র বলেন, “পরীক্ষা নেওয়া নিয়ে প্রতি দিনই তাদের সমস্যার কথা জানাচ্ছিল কলেজগুলি। তাদের বক্তব্য, কলেজ কর্মীদের কাউকে ভোটের ডিউটির জন্য প্রশিক্ষণ নিতে হবে। আবার ভোটকর্মীদের প্রশিক্ষণকেন্দ্র হিসেবে কলেজগুলিকে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে কলেজগুলিতে ওই বিষয়গুলির প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই উপাচার্যের নির্দেশে ওই পরীক্ষাগুলিকে ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। কবে ওই স্থগিত হওয়া পরীক্ষাগুলি নেওয়া হবে, তা ১৫ জুলাইয়ের পরেই জানানো হবে। তবে ১৭ ও ১৮ জুনের পাশ পাঠ্যক্রমের লিখিত পরীক্ষা নির্দিষ্ট দিনেই নেওয়া হবে। এই পরীক্ষাগুলিতে পরীক্ষার্থীর সংখ্যা ৬০-৭০-য়ের বেশি নয়। মাত্র দু’তিনটি কলেজে তাঁদের সিট পড়েছে। তাই সেগুলি নেওয়া হবে।”
|
ব্যবসায়ী খুনে ধৃত আরও পাঁচ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
তৃণমূল সমর্থক, ব্যবসায়ী রাজকুমার মণ্ডলের খুনের ঘটনায় শনিবার রাতে আরও পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলেন পুটু শেখ, সুরজ শেখ, মাতাল শেখ, জয়নাল শেখ ও জিয়ারুল শেখ। রবিবার তাদের আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, গত ১ জুন কাটোয়ায় দোকানের ভিতর খুন হন রাজকুমার মণ্ডল। এই ঘটনায় পুলিশ এর আগে কুমার শেখ ও চাকা শেখকেও গ্রেফতার করেছে। তবে এফআইআর-এ অভিযুক্ত সফিক শেখকে এখনও ধরতে পারেনি পুলিশ। |