দলের কর্মীকে খুনের ঘটনার প্রতিবাদে সিপিএমের ডাকা শনিবারের গাজল ব্লক বন্ধ ছিল শান্তিপূর্ণ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সিপিএম কর্মীকে খুনের অভিযোগে, কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ ৭ সমর্থক এবং সিপিএমেরর ১ সমর্থককে পুলিশ গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “গতকাল কংগ্রেস ও সিপিএমের সংঘর্ষের পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।” সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “দলের কর্মীকে খুনের প্রতিবাদে শনিবারের বনধ সর্বাত্মক হয়েছে।” এলাকার কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর বলেন, “যারা হামলা করল পুলিশ তাদেরকে না ধরে আমাদের কর্মীদেরই ধরছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামব।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজলের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সানবান্ধা গ্রামে এক সিপিএম কর্মীর বাড়ির দেওয়ালে কংগ্রেস কর্মীরা পঞ্চায়েত নিবার্চনে দেওয়াল লিখেছিল। সেই দেওয়াল লেখাকে কেন্দ্র করে কংগ্রেস ও সিপিএমের মধ্যে সংঘর্ষে এক সিপিএম কর্মী মারা যায়। এদিকে গত শুক্রবার রাতে রাজগঞ্জের ভোলাপাড়ায় সিপিএমের বিরুদ্ধে তৃণমূলের হামলা চালানোর অভিযোগ উঠেছে। এলাকার মগরাডাঙি এলাকায় সিপিএমের সভা চলাকালীন তৃণমূলের হামলায় ৬ সিপিএম সমর্থক জখম হয়েছেন বলে অভিযোগ। তবে তৃণমূলের তরফে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। |
পড়ার জন্য বাড়ি ছেড়ে শিলিগুড়িতে চলে আসা তুফানগঞ্জের তরুণীকে পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হল। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে তাঁর মা ও পড়শিরা কয়েকজন শিলিগুড়িতে এসেছিলেন। তরুণীকে যে হোমে পুলিশ রেখেছিল সেখান থেকে প্রক্রিয়া মেনে পরিবারের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। রাতেই তাকে নিয়ে বাড়ি রওনা হন তাঁরা। শিলিগুড়ি থানার আইসি বিকাশকান্তি দে জানান, পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছিল। তাঁরা এলে তরুণীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ দিন ওই তরুণীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তুফানগঞ্জের যে হাইস্কুল থেকে তরুণী উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সেখানকার প্রধান শিক্ষক পরেশ রায়। সে জানায়, বাড়িতে পড়াশোনা করতে দেবে না। তাই আর বাড়ি ফেরার ইচ্ছে নেই তাঁর। পরে মহিলা কমিশনের তরফে জ্যোৎস্না অগ্রবাল মায়ের সামনে তরুণীকে বোঝান তাঁর পড়াশোনার সমস্ত খরচ তারা বহন করবেন। তা ছাড়া কোনও সমস্যা হলে তাঁর সঙ্গে যোগাযোগ করতেও পরামর্শ দেন জ্যোৎস্নাদেবী। এর পরেই সে বাড়ি যেতে রাজি হয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাবা আর পড়াবেন না একথা জানতে পেরেই শুক্রবার সে চলে আসে শিলিগুড়িতে। তাকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে দুই ব্যবসায়ী পুলিশে খবর দেন। ঘটনাটি জেনে এগিয়ে আসেন মহিলা কমিশনের জ্যোৎস্না অগ্রবাল।
পুরনো খবর: বাড়ি পালানো ছাত্রীর পাশে মহিলা কমিশন
|
পঞ্চায়েত নির্বাচনে ডুয়ার্সে আসন সমঝোতা নিয়ে ঝাড়খন্ড মুক্তি মোর্চার সঙ্গে বৈঠক করল গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। শনিবার দুপুরে ডুয়ার্সের নাগরাকাটাতে আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে বৈঠক হয়েছে। মোর্চার তরফে দলের সাধারণ সম্পাদক রোশন গিরি এবং মুক্তি মোর্চার শুক্রা মুন্ডার নেতৃত্বে বৈঠক হয়। বৈঠকের পর রোশন গিরি জানান, ঝাড়খন্ড মুক্তি মোর্চার সঙ্গে ডুয়ার্সে জোট করা হবে। ডুয়ার্সের তিনটি জায়গায় মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ জনসভা করবেন। ডুয়ার্সে যেখানে দুই দলই প্রার্থী দিয়েছেন, সেখানে আলোচনা করে একজন প্রার্থী প্রত্যাহার করা হবে। শুক্রা মুন্ডাও জানান, দুই দল মিয়ে জোট করে ভোটে লড়া হবে। ইতিমধ্যেই ঝাড়খন্ড নেতারা জলপাইগুড়ি জেলার জেলা পরিষদের কয়েকটি আসনে তৃণমূলের সঙ্গে জোট করবে বলে ঘোষণা করেছে। এই নিয়ে মোর্চার কোনও আপত্তি নেই বলে রোশন গিরিরা জানিয়েছেন।
|
হলদিবাড়ি থেকে সংযোজক ট্রেন আসতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ের পর প্রায় ৪৫ মিনিট দেরিতে ছাড়ল দার্জিলিং মেল। প্রতিদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রাত ৮টায় ছাড়ার কথা ট্রেনটির। সেখানে শনিবার রাত পৌঁনে ৯টা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা হয় ট্রেনটি। নিউ জলপাইগুড়ি স্টেশনের এরিয়া ম্যানেজার পার্থ শীল বলেন, “হলদিবাড়ি থেকে দার্জিলিং মেলের যে সংযোজক ট্রেনটি আসে তাতে ওই ট্রেনের কয়েকটি সংরক্ষিত কামরা থাকে। তা জুড়ে দেওয়ার পরেই ট্রেনটি ছাড়ে। এ দিন হলদিবাড়ি থেকে সংযোজক ট্রেনটি নির্ধারিত সময়ের পর নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছনোয় দার্জিলিং মেল ট্রেনটিও ছাড়তে দেরি হয়েছে।” |