লুঠের দিন ব্যাঙ্কের ভল্টের চাবি ব্যাঙ্কের কার কাছে ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। গত বৃহস্পতিবার শিলিগুড়ির হিলকার্ট রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ঢুকে ব্যাঙ্ক কর্মীদের সামনেই ২৫ লক্ষ টাকা তুলে নিয়ে চম্পট দেয়। ব্যাঙ্ক খোলার পরে ভল্ট থেকে টাকা বের করে ক্যাশ কাউন্টারে নিয়ে যাওয়ার পরেই ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সেদিন ব্যাঙ্কের কয়েকজন কর্মী-আধিকারিক খানিকটা দেরিতে আসেন। কে কোন সময়ে ব্যাঙ্কে এসেছে তাও খোঁজ নিচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ব্যাঙ্কের নিয়মমত ভল্টের দুটি চাবি শাখার দুই আধিকারিকের কাছে থাকে। দুটি চাবি মিলিয়েই ভল্ট খোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের শাখা ম্যানেজার কয়েকদিন ছুটিতে থাকার পরে বৃহস্পতিবার যোগ দেন। তবে ব্যাঙ্ক খোলার সময়ে তিনি উপস্থিত ছিলেন না। সেদিন কার কাছে চাবি ছিল তা নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।
শিলিগুড়ির পুলিশ কমিশনার কে জয়রামন বলেন, “দুষ্কৃতীরা কোথায় পালিয়ে গিয়েছে তা যেমন খোঁজ চলছে, তেমনিই ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, গ্রাহকরা বা ব্যাঙ্ক কর্মীরা কোথায় ছিলেন তাও দেখা হচ্ছে। ম্যানেজার সেদিনই ছুটি থেকে কাজে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।” যদিও ব্যাঙ্কের শাখা ম্যানেজার অমিত বন্দোপাধ্যায় বলেন, “ওই দিনই ছুটির থেকে কাজে যোগ দিয়েছি। যাঁদের কাছে চাবি থাকার কথা, তাঁদের কাছেই চাবি ছিল। পুলিশকে দ্রুত কিনারা করার আর্জি জানিয়েছি।”
ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের ব্যাঙ্কে ঢোকা, ক্যাশ কাউন্টারে ঢুকে টাকা তুলে নেওয়া সব ছবিই দেখা গিয়েছে। পুলিশ সেই ফুটেজ সংগ্রহ করেছে প্রতিটি দৃশ্যের পৃথক করে ফটোগ্রাফও সংগ্রহ করা হয়। ছবিতে অস্পষ্টতা থাকায় ফুটেজ কলকাতা পাঠানো হয়েছে। বিশেষজ্ঞদের সাহায্যে দুষ্কৃতীদের ছবি উদ্ধার করা হবে বলে জানা গিয়েছে। |