যাত্রীবোঝাই ভুটভুটিতে গঙ্গায় নিঁখোজ হয়েছে ছেলে। ছেলের খোঁজে জ্বর নিয়ে গত শুক্রবার দুপুর থেকে মানিকচকের রুস্তমপুর ফেরিঘাটে বসে রয়েছেন ধরমপুরের ৬০ বছরের বৃদ্ধ শ্রীমন্ত মণ্ডল। মেয়ে ও আত্মীয়েরা তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। শনিবার সকাল থেকে উদ্ধারকারীরা এক একটি করে দেহ উদ্ধার করে এনেছে, আর তা দেখে ছুটে ছুটে গিয়েছেন শ্রীমন্তবাবু। মাঝে কান্নায় ভেঙেও পড়লেন। বিকাল পাঁচটা নাগাদ উদ্ধার হল শ্রীমন্তবাবুর ছেলে সুকুমারের দেহ। চোখে জল নিয়ে বৃদ্ধ বললেন, “ছেলে যেতে চাইছিল না। আমি জোর করে পাঠিয়েছিলাম। আমার জন্যই ছেলেটা চলে গেল।” |
গত শুক্রবার দুটি দেহ উদ্ধারের পর শনিবার আটটি দেহ উদ্ধার হয়েছে। এ দিন সকাল থেকে সিভিল ডিফেন্স ও কলকাতা থেকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স যৌথভাবে তল্লাশি চালিয়ে গঙ্গা থেকে নদী দুটি কিশোর-সহ সাতটি মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মৃতদের নাম আবিসিয়া মণ্ডল (৫৫), মিস্তারুল শেখ (১০), সওদাগর শেখ (৫৩), বিমল মন্ডল (১২), সুকুমার মণ্ডল (২০) ,বীরেন ঘোষ (৫৫), রেনু মণ্ডল (৩৫) এবং আকতার শেখ (৪৫)। নিখোঁজ ৪ জনকে ঘটনাস্থলের উল্টোদিকের একটি চর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সরকারিভাবে পুলিশ-প্রশাসনের কাছে নিখোঁজ সংক্রান্ত আর কোনও তথ্য নেই।
ফরিঘাটের ঘাটোয়াল ও তার ছেলের জন্য ভুটভুটি গঙ্গায় ডুবেছে বলে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘাটোয়াল সোনারদি শেখকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ফেরিঘাটের ঘাটোয়ালকে গ্রেফতার করা হয়েছে। তার ছেলের খোঁজ চলছে। তালিকা হিসাবে আর কেউ নিখোঁজ নেই। তবে রাতেও তল্লাশি চালানো হবে।”
প্রশাসনিক সূত্রের খবর, গঙ্গার জল ঘোলা থাকার জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এতে ডুবুরিরা জলের বেশি নিচে নামতে পারছে না। যে যাত্রী বোঝাই ভুটভুটিটি গঙ্গায় তলিয়ে গিয়েছিল, সেটির হদিশ পাওয়া গিয়েছে। সেটিকেও তোলার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। জেলার গঙ্গা, ফুলহার, মহানন্দা নদীসহ সমস্ত নদীতে যাত্রী পারপারের উপর নিয়ন্ত্রণ আনতে কাল, সোমবার জেলাশাসক জেলার সমস্ত ঘাটের মাঝি ও ঘাটোয়ালদের নিয়ে বৈঠক ডেকেছেন।
জেলাশাসক কিরণ কুমার গোদালা জানান, মালদহ জেলা পরিষদ ২৮টি ঘাট, জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতর ৩টি, মানিকচক পঞ্চায়েত সমিতি ১০টি, হরিশ্চন্দ্রপুর ও রতুয়ায় ৯টি ঘাট রয়েছে। লিজে ঘাট নেওয়ার পর সংস্লিষ্ট ঘাটের ঘাটোয়াল ও মাঝিরা নিয়ম ভেঙে নৌকা ও ভুটভুটিতে যাত্রী এবং গবাদি পশু নিয়ে পারাপার করছে। বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। জেলাশাসক বলেন, “বৈঠকে মাঝি ও ঘাটোয়ালদের সতর্ক করা হবে।”
এ দিন সকালে তল্লাশিতে নেমে উদ্ধারকারী দল নৌকাডুবির ঘটনাস্থলের ৫০০ মিটারের মধ্যে শেখ সওদাগরের দেহ উদ্ধার করে। দুপুরে ফেরিঘাট থেকে প্রায় দুই কিমি দূরে বিমল মন্ডলের দেহ মেলে। এর পরে বিকাল অবধি একে একে দেহ উদ্ধার হয়।
|