মাটিগাড়ায় বধূমৃত্যুতে ধৃত স্বামী-সহ তিন |
এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে স্বামী-সহ তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার সকালে মাটিগাড়া থানার গভর্নমেন্ট কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতদের নাম প্রলয় মৈত্র, লিপিকা মৈত্র এবং নিলয় মৈত্র। গত ৫ জুন অগ্নিদগ্ধ হয়ে মারা যান মধুমিতা মৈত্র (২৮)। তিনি সারদা গোষ্ঠীর অর্থলগ্নি সংস্থার এজেন্ট ছিলেন। সারদা গোষ্ঠীর ভরাডুবির ঘটনার পরে তাঁর উপরে নানা মহল থেকে চাপ আসছিল বলে অভিযোগ। এর জেরেই তিনি সম্ভবত আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশ অনুমান করেছিল। তবে মৃতার বাবা সুবীর চৌধুরী পুলিশের কাছে অভিযোগ করেন, বিয়ের পর থেকে তাঁর মেয়ের উপরে জামাই প্রলয় ও তাঁর বাড়ির লোকজন নানা রকম অত্যাচার করতেন। ঘটনার আগের রাতেও মেয়েকে মারধর করা হয়েছিল বলে দাবি করেন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে মৃতার একটি ডায়েরিও উদ্ধার করে। সেখানে শ্বশুরবাড়ির অত্যাচারের ব্যাপারে কিছু কথা মধুমিতা লিখেছিলেন বলে পুলিশের দাবি। এর পরে মৃতার স্বামী প্রলয়, শাশুড়ি লিপিকাদেবী এবং দেওর নিলয়কে পুলিশ গ্রেফতার করে। এ দিন ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার জয়ন্ত পাল বলেন, “মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে তিন জনকে ধরা হয়েছে। তদন্ত চলছে।”
|
ছাত্রীদের সাথে অশ্লীল অভব্য আচরণ করার অভিযোগে গ্রেফতার হলেন গৃহশিক্ষক। গত বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের নাগরাকাটায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতের নাম দেবাশিস ঘোষাল। তিনি মেটেলির তিলাবাড়ি প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি গৃহ শিক্ষাকতা করেন। রাতে অভিভাবকরা গৃহশিক্ষকের নাগরাকাটার স্কুলপাড়ার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তার বাইকটিও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিক্ষোভ সামলাতে পুলিশ গেলে পুলিশকে লক্ষ করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এক সাব ইন্সপেক্টর-সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে মামলা রুজু করে। বিক্ষোভকারীদের নামে হামলা, বাইক জ্বালানোর অভিযোগে মামলা করা হয়েছে। সম্প্রতি দেবাশিসবাবুর অশ্লীল এবং অভব্য আচরণের অভিযোগ ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীর কাছ থেকে তাদের অভিভাবকেরা জানতে পারেন। ধৃত শিক্ষকের স্ত্রী সীমাদেবী বলেন, “স্বামী রাজনীতির শিকার। আমরা বামপন্থী এ দু’জনই শিক্ষাকতা করি। এই আক্রোশে বাসিন্দারা ষড়যন্ত্র করেছেন। ভিত্তিহীন অভিযোগ। কোনও সময় কিছু হয়নি। তদন্ত হলে সবই সামনে আসবে।”
|
প্রতিবেশী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক কিশোর। গত ১১ জুন ঘটনাটি ঘটে কালচিনি ব্লকের সাঁতালি চা বাগানে। শুক্রবার অভিযোগ জমা পড়ার পর অভিযুক্ত কিশোরকে ধরা হয়। পুলিশ জানায়, চাবাগানের বাসিন্দারা কাজে চলে যাওয়ার পর অভিযুক্ত ওই প্রতিবেশী নাবালিকাকে নিজের বোনকে দিয়ে বাড়িতে ডেকে পাঠায়। তার কিছু পরে বোন স্কুল চলে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই কিশোর বালিকাকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
|
ট্রাকের ধাক্কায় এক হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যু হল। শুক্রবার দুপুরে ভক্তিনগর থানার গাঁধীনগর এলাকার চণ্ডালমোড় এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম মহেন্দ্রমণি প্রধান (৪২)। বাড়ি চম্পাসারি নর্মদা বাগান এলাকায়। গাঁধীনগরের চেম্বার থেকে ফেরার সময়ে রাস্তা পেরোনোর সময়ে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করে। চালক পলাতক।
|
এক দম্পতির দেহ উদ্ধার ঘটনায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করলেন মৃতার মা। বৃহস্পতিবার মৃতার শ্বশুর, শাশুড়ি ও বড় ননদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। গত ৯ জুলাই ওল্ড হাসিমারা রাজীব নগরে নিজেদের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় প্রশান্ত দাস (২২) ও তাঁর স্ত্রী অঙ্কিতা দাসকে (২২)। |