দুই গোলার্ধে তিন ভারতীয়ের দাপট। এক একক ব্যাডমিন্টন তারকা। এক ভারতীয় টেনিস জুটি।
শুক্রবার জাকার্তায় ইন্দোনেশিয়া সুপার সিরিজে সেমিফাইনালে পৌঁছে গেলেন সাইনা নেহওয়াল। প্রায় কাছাকাছি সময়ই লন্ডনে কুইন্স ক্লাব ডাবলসেরও শেষ চারে পা রাখলেন মহেশ ভুপতি-রোহান বোপান্না জুড়ি।
ইন্দোনেশিয়া সুপার সিরিজে গত বারের চ্যাম্পিয়ন সাইনার এ বার কোয়ার্টার ফাইনাল জিততে ৩৯ মিনিট লাগল। বিশ্বের দু’নম্বর হায়দরাবাদি কন্যা বিশ্ব র্যাঙ্কিংয়ের ২৭ নম্বর স্প্যানিশ ক্যারোলিনা মারিন-কে স্ট্রেট গেমে হারান ২১-১৬, ২১-১৯। পায়ের বুড়ো আঙুলের চুলের মতো চিড় সারিয়ে উঠে পেশাদার সার্কিটে ফেরার পর তাইল্যান্ড গ্রাঁ প্রি-তে শেষ আটেই বিদায় নেওয়া সাইনা তাঁর অন্যতম প্রিয় শহরে, পয়া টুর্নামেন্টে ফিরে আস্তে আস্তে ফর্মেও ফিরছেন। এবং ভাগ্যও তাঁর সহায়। সেমিফাইনালেও সাইনাকে চিনা চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে না। শনিবার শেষ চারে সাইনার সামনে জার্মানির জুলিয়েন শেঙ্ক। যদিও তিনিও এলেবেলে তো ননই, বরং বিশ্বের তিন নম্বর। জার্কাতায় তৃতীয় বাছাই। দু’টো ক্ষেত্রেই সাইনার চেয়ে মাত্র এক কদম পিছনে। তবে শেঙ্কের বিরুদ্ধে ১১ বার খেলে সাইনা ৮-৩ এগিয়ে। শেষ সাক্ষাত, ২০১২-র ডিসেম্বরে বিশ্ব সুপার সিরিজ ফাইনালসেও গ্রুপ লিগে সাইনা হারিয়েছেন শেঙ্ককে। ফলে শনিবার মানসিক ভাবে এগিয়ে কোর্টে নামবেন ভারতের চিরশ্রেষ্ঠ মেয়ে ব্যাডমিন্টন প্লেয়ার। |
টেনিসের কোর্টে অবশ্য ভূপতি-রোহনের সম্ভাব্য সেমিফাইনালিস্ট প্রতিদ্বন্দ্বী বিশ্বের এক নম্বর জুড়ি বব ও মাইক ব্রায়ান। যে জমজ ভাইদের জুটি দিন কয়েক আগেই ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম (১৪) ডাবলস খেতাব জেতার বিশ্বরেকর্ড করেছে। উইম্বলডনের সেরা প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে পেশাদার ট্যুরে বরাবরের স্বীকৃত কুইন্সের ঘাসের কোর্টে অবশ্য এ দিন কোয়ার্টার ফাইনালে ভূপতি-বোপান্না জুটি কঠিন বাঁধা পেরিয়েছেন। গত বারের উইম্বলডন ডাবলস চ্যাম্পিয়ন জুটির অন্যতম জোনাথন মারে ও কলিন ফ্লেমিংয়ের ব্রিটিশ জুটিকে ভারতীয় জুড়ি সুপার টাইব্রেকে হারান ৭-৬ (৭-৫), ৪-৬, ১০-৪। কঠিন লড়াইয়ে জয়ী হওয়ার আত্মবিশ্বাস মহেশদের সেমিফাইনালে বিশ্বসেরা ব্রায়ানদের বিরুদ্ধেও হয়তো বাড়তি সাহস দিতে পারে। |