টুকরো খবর
আবার অভিযান
কাশ্মীর হিমালয়ের মাউন্টেন কুন শৃঙ্গ (৭০৭৭মিটার) জয়ের পরে ‘হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন’-এর এ বারের অভিযান গাড়োয়াল হিমালয়ের মাউন্ট চৌখাম্বা-১ শৃঙ্গ (৭১৩৮মিটার)। ষোলো সদস্যের অভিযাত্রী দলকে নেতৃত্ব দিচ্ছেন স্বরাজ ঘোষ। প্রায় তিরিশ দিনের এই অভিযান শুরু হল শুক্রবার।

অভিযানে শৈলসাথী
‘সাঁতরাগাছি শৈলসাথী’-র এ বারের অভিযান গাড়োয়াল হিমালয়ের ‘সুদর্শন’ পর্বত। উত্তরাখণ্ডের ৬৫০৭ মিটার উচ্চতার এই শৃঙ্গ অভিযানে আট জনের দলকে নেতৃত্ব দেবেন সোমেন ঘোষ। এর আগে শৈলসাথী ‘কামেট’, ‘কেদার ডোম’, ‘রুবন’-সহ একাধিক শৃঙ্গ জয় করেছে।

পরিবেশ দিবস উপলক্ষে পদযাত্রার আয়োজন করেছিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হাওড়া শাখা। সহযোগিতায় ছিল
বালিটিকুরি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন এবং হাওড়া ফাউন্ড্রি অ্যাসোসিয়েশন। পরিবেশ দূষণ সম্পর্কে
সচেতনতা বাড়াতে হাওড়ার বালিটিকুরির শান্তিকুটীরে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজনও করা হয়। প্রবন্ধ রচনা এবং
ছবি আঁকার প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিকেলে বালিটিকুরি
থেকে সানপুর পর্যন্ত পদযাত্রা হয়। —নিজস্ব চিত্র




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.