দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত এক, জখম ৫
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাওয়ার সময়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল জামাইয়ের। জখম হন তাঁর স্ত্রী ও মেয়ে। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাগনানের নবাসনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অরুণ সাউ (৩৫)। বাড়ি রাইপাড়ায়। স্ত্রী ও দু’বছরের মেয়েকে নিয়ে বাইকে বরুণদায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি। তখন বৃষ্টি হচ্ছিল। চাকা পিছলে যাওয়ায় মোটরবাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অরুণ। তিন জনেই রাস্তায় ছিটকে পড়েন। সেই সময়েই পিছন থেকে একটি লরি অরুণকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্ত্রী-মেয়ে চিকিৎসাধীন। অন্য দিকে, দুপুরে জয়পুর থানার সামনে উলুবেড়িয়া-জয়পুর রোডে মোটরবাইকের সঙ্গে বাসের ধাক্কায় জখম হয়েছেন ৩ জন।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু আরামবাগে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
শুক্রবার সকালে আরামবাগের মধুরপুর গ্রাম-সংলগ্ন আরামবাগ-তারকেশ্বর রেলপথে ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায় তাঁর নাম সন্তোষ রায় (৫৩)। স্থানীয় ওই বাসিন্দা রেলপথের ধার দিয়ে তকিপুর স্টেশনের দিকে যাওয়ার সময়ে তারকেশ্বরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পাশের মাঠে কর্মরত শ্রমিকেরা তাঁকে আরামবাগ হাসপাতালে আনলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |