|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
ছবিতে আলোছায়ার ভারসাম্য |
মৃণাল ঘোষ |
শিবপ্রসাদ ভট্টাচার্য পেশায় শিক্ষক এবং সঙ্গীতশিল্পী। অনুপুঙ্খ স্বাভাবিকতাবাদী মুখাবয়ব চিত্রণে তাঁর দক্ষতা অসামান্য। সম্প্রতিবারাসতের অজন্তা আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল পেনসিলে আঁকা তাঁর ৪৩টি প্রখ্যাত মানুষের মুখাবয়ব নিয়ে চিত্র প্রদর্শনী। সদ্য প্রয়াত শিল্পী গণেশ পাইনের মুখের পার্শ্বচিত্রটি সকলেরই নজর কেড়েছে। রবীন্দ্রনাথের নানা বয়সের ছবি ছাড়াও প্রদর্শনীতে ছিল মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, সুচিত্রা মিত্র প্রমুখ মহৎ মানুষের ছবি। আলো-ছায়ার ভারসাম্য প্রতিটি ছবিতে নান্দনিক প্রাণ সঞ্চার করেছে।
|
|
প্রদর্শনী চলছে
সিমা: ‘সামার শো’ ২১ জুলাই পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: দীপক রায়, নুর আলি প্রমুখ ১৬ জুন পর্যন্ত।
গ্যালারি গোল্ড: সুমিত দাস, পৌলমী দাস প্রমুখ ১৯ পর্যন্ত।
অ্যাকাডেমি: অর্পিতা বসু, সমীর সাহা প্রমুখ ১৯ জুন পর্যন্ত।
দীপঙ্কর পাল ১৯ জুন পর্যন্ত।
আকার প্রকার: গোপাল ঘোষ ২৭ জুন পর্যন্ত। |
|
|
|
|
|