ভারতে যৌথ সংস্থায় অংশীদারি বাড়াতে শুক্রবার টেলিনরের প্রস্তাবে সায় দিল বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ। পাশাপাশি এই শিল্পে ভবিষ্যতে ১০০% বিদেশি লগ্নির দরজা খোলার কথাও ভাবছে কেন্দ্র। এ দিন টেলিনর জানিয়েছে, “আইন মেনে অংশীদারি বাড়াতে আবেদন করেছিলাম। কেন্দ্রের তরফে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় রয়েছি।” উল্লেখ্য, যৌথ সংস্থা টেলিউইংস কমিউনিকেশন্স সার্ভিসেস-এ অংশীদারি ৪৯% থেকে বাড়িয়ে ৭৪% করতে কেন্দ্রের কাছে ছাড়পত্র চেয়েছিল টেলিনর।
|
হালকা সোনার গয়নার নয়া সম্ভার ‘ভি-গোল্ড ১২৫’ আনল ভিবজিওর গোল্ড। সমস্ত গয়নার ওজনই ১-৫ গ্রাম। দাম শুরু ২,৫০০ টাকা থেকে। শুধুমাত্র এই সম্ভারের জন্যই মৌলালি ও বসিরহাটে বিপণি খুলবে সংস্থা।
|
কলকাতার বাজারে হিরে বসানো ঘড়ির সম্ভার আনল সুইস ঘড়ি নির্মাতা র্যাডো। হাইপার ক্রোম-সহ নানা মডেলের দাম শুরু ২ লক্ষ টাকা থেকে। সংস্থার দাবি, পার্টি থেকে অফিস, সর্বত্রই তা মানানসই হবে। |