প্রতিশোধ নিচ্ছেন রাবিয়া, দাবি সুরজের
সংবাদসংস্থা • মুম্বই |
জামিনের আবেদন করলেন জিয়া খানের আত্মহত্যার ঘটনায় ধৃত সুরজ পাঞ্চোলি। আর সেই আবেদনে তাঁর আইনজীবী জানালেন, নিজের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই সুরজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জিয়ার মা রাবিয়া আমিন খান। তবে সুরজের জামিনের আবেদনের শুনানি শুক্রবার হয়নি। ২১ জুন শুনানির কথা। আপাতত আর্থার রোড জেলেই এক সপ্তাহ কাটাতে হবে আদিত্য পাঞ্চোলি আর জারিনা ওয়াহাবের পুত্রকে। জিয়ার মৃত্যুর দিন কয়েক পরে তাঁর ঘর থেকে ছ’পাতার একটি চিঠি উদ্ধার হয়। জিয়ার মা রাবিয়া আমিনের অভিযোগ ছিল, তাঁর মেয়ের উপর শারীরিক ও মানসিক নিগ্রহ করতেন সুরজ। মূলত তাঁর অভিযোগের ভিত্তিতেই সুরজকে গ্রেফতার করে পুলিশ। সুরজের আইনজীবীর বক্তব্য, একটি চিঠির ভিত্তিতে তাঁর মক্কেলকে দোষী সাব্যস্ত করা যায় না। তাঁর আরও অভিযোগ, শুধু প্রতিশোধ নিতেই রাবিয়া সুরজকে ফাঁসিয়েছেন। জিয়া-সুরজের সম্পর্কে সলমন খানের হস্তক্ষেপের অভিযোগটি একেবারে উড়িয়ে দিয়েছেন সুরজের মা জারিনা ওয়াহাব। জিয়া আর সুরজের সম্পর্কে সলমন খান হস্তক্ষেপ করেছিলেন বলে কয়েক দিন ধরে একটা খবর চাউড় হয়েছে। সে বিষয়ে জারিনাকে জিজ্ঞাসা করা হলে তাঁর উত্তর, “আপনার কি মনে হয়, সলমনের এ সব করার সময় আছে?” |
মান্নার অবস্থা একই রকম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মান্না দে-র শারীরিক অবস্থা এখনও একই রকম বলে জানিয়েছেন ডাক্তারেরা। বেঙ্গালুরুর হাসপাতালে যাঁর অধীনে তিনি ভর্তি রয়েছেন, সেই চিকিৎসক থিমাপ্পা হেগড়ে শুক্রবার বলেন, “ভেন্টিলেশনে রেখে প্রবীণ সঙ্গীতশিল্পীর চিকিৎসা চলছে। নিউমোনিয়ার চিকিৎসা ছাড়াও মাঝেমধ্যেই ডায়ালিসিসের ব্যবস্থা করতে হচ্ছে।” চিকিৎসকেরা জানান, ৯৪ বছরের সঙ্গীতশিল্পী মাঝেমধ্যে আংশিক সাড়া দিলেও তিনি এখনও পুরোপুরি সজাগ অবস্থায় নেই। গত কয়েক দিনে তাঁর অবস্থার অবনতি না-হলেও সামগ্রিক ভাবে তিনি এখনও সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন।
|
|
ক্যামেরা চলছে
বেশ কিছু দিন হিন্দি সিনেমা থেকে দূরে থাকার পরে বাংলা সিনেমার মধ্যেই নিজের ‘কামব্যাক’
চাইছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। পুরুলিয়ার ভামুরিয়ায় একটি বাংলা ছবির শ্যুটিংয়ের
ফাঁকে তিনি বললেন, “আগেও বাংলা সিনেমা করেছি। এখন বাংলা চলচ্চিত্রের মান আরও বেড়েছে।”
এই চলচ্চিত্রে গোবিন্দ পুলিশ সুপারের ভূমিকায় অভিনয় করছেন। ছবি: সুজিত মাহাতো |
|
|