নীচে অবৈধ খনন চলছে, ভরাট করা গেল না খনি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ কয়লা খাদান অভিযান চলছিলই। কিন্তু অনেক ডাকাডাকি করা সত্ত্বেও একটি অবৈধ কয়লা খাদান থেকে খননকারীরা বেরোলেন না। তার জেরে খাদান বন্ধ অভিযান মাঝপথে থামিয়ে ফিরে যেতে বাধ্য হলেন ইসিএল কর্তৃপক্ষ। শুক্রবার হিরাপুর থানার পাটমোহনা এলাকার ঘটনা।
ইসিএল কর্তৃপক্ষ জানান, পাটমোহনা খনি এলাকায় একাধিক অবৈধ কয়লা খাদান রয়েছে। বর্ষায় বৃষ্টির জল এই খাদানগুলিতে ঢোকে। সেখান থেকে জল ঢুকে যায় ইসিএলের বৈধ কয়লা খনিগুলিতে চলে যায়। বিপদে পড়েন কর্মরত শ্রমিকেরা। ওই খাদানগুলি বন্ধ করার উদ্দেশ্যে শুক্রবার ইসিএলের সোদপুর এরিয়ার চিফ সিকিউরিটি অফিসার একে বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল অবৈধ খাদানগুলি বোজানোর জন্য ওই এলাকায় যান। সেখানে গিয়ে বুঝতে পারেন, খাদানগুলির মধ্যে অবৈধ খননকারীরা রয়েছেন। উপর থেকে তাঁরা চিত্কার করে খননকারীদের বেরিয়ে আসতে বলেন। কিন্তু ঘণ্টা দেড়েক অপেক্ষার পরেও কেউ বেরিয়ে আসেনি। ইসিএল কর্তৃপক্ষ খাদানগুলি না বুজিয়েই সেখান থেকে চলে আসতে বাধ্য হন। কারখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অবৈধ খননকারীরা সম্ভবত ভয় পেয়ে খাদান থেকে বেরিয়ে আসতে চায়নি। ঘটনাস্থল থেকে একটি সাবমার্সিবেল পাম্প ও কয়েকটি সাইকেল বাজেয়াপ্ত করেছেন ইসিএলের নিরাপত্তা রক্ষীরা।
|
কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির এক কংগ্রেস প্রার্থীর বাড়িতে চড়াও হয়ে গাড়ি-সহ বেশ কিছু জিনিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্ডালের বহুলার ঘটনা। কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি গোপীনাথ নাগ জানান, বৃহস্পতিবার সকালে পাণ্ডবেশ্বরের ইরানিপাড়ায় তাঁদের পঞ্চায়েতের দলীয় প্রার্থী বড়কি বিবি নিজের বাড়ির দেওয়াল লেখাচ্ছিলেন। অভিযোগ, তৃণমূলের কিছু সমর্থক এসে তাঁকে বাধা দেয়। রঙও লেপে দেওয়া হয়। গোপীবাবুর দাবি, পুলিশকে জানাতে গেলে তাঁদের দুর্ব্যবহারে বড়কিদেবী অভিযোগ করার সাহস পাননি। পুলিশ তা অস্বীকার করেছে। ওই রাতেই ফের বহুলায় তাঁদের পঞ্চায়েত সমিতির প্রার্থী রাজা মুখোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল কর্মীরা চড়াও হয়ে গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। রাজাবাবু অন্ডালের বনবহাল ফাঁড়িতে অভিযোগ করেছেন বলে জানান। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। গোপীবাবুর দাবি, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি দলগতভাবে তাঁরা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
বাঙ্কারে পড়ে মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ইসিএলের বালি বাঙ্কারে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যুর জেরে ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে অন্ডালের জামবাদ কোলিয়ারি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জেপিয়া ভঁুইয়া (২২)। তাঁর বাড়ি স্থানীয় বেকারী ধাওড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জেপিয়া বালি বাঙ্কারের উপরে দেওয়ালে ঘেঁষে বসেছিলেন। হঠাত্ কোনও কারণে তিনি বালি বাঙ্কারের ভিতরে ঢুকে যান। ১৫ ফুট নীচে বালির মধ্যে তাঁর দেহটি আটকে যায়। রাত ২ টো নাগাদ তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। তারপরেই তাঁর মৃতদেহ কোলিয়ারি চত্বরে শুইয়ে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ তাঁদের বুঝিয়ে শুক্রবার সকাল ৯ টা নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আবার বিকেল চারটে নাগাদ স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি নিয়ে কোলিয়ারি চত্বরে পৌঁছন। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে তাঁরা রাত পর্যন্ত বিক্ষোভ দেখান। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, পুরো বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
তৃণমূল অফিসে বোমাবাজি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তৃণমূলের কার্যালয়ে বোমা মারার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার তপসী স্কুল পাড়ায়। তৃণমূলের আঞ্চলিক সভাপতি মনোঞ্জয় চট্টোপাধ্যায়ের অভিযোগ, বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের কার্যালয় লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ফাটায়। তাতে তাঁদের কার্যালয়ের দেওয়ালে খানিকটা ক্ষতি হয়েছে। সেই সময় ওই কার্যালয়টি বন্ধ থাকায় কর্মীরা বেঁচে গিয়েছেন বলে তাঁর দাবি। তাঁরা কেন্দা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিপিএমের অজয় জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্ত জানান, সন্ত্রাস সৃষ্টি করে একের পর এক প্রার্থীর মনোনয়ন ওরা প্রত্যাহার করিয়েছে। পঞ্চায়েতে ওদের হার নিশ্চিত জেনে এখন অপপ্রচার চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
হাসপাতালে যাওয়ার পথে লরির ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। গুরুতর জখম আরও একজন। মৃতের নাম মুন্না শর্মা (১৯)। সকাল সাড়ে ১১ টা নাগাদ আসানসোলের সেনর্যালে রোডের ঘটনা। পুলিশ জানায়, মুন্না শর্মা তাঁর প্রতিবেশী অভিষেক হেলাকে মোটরবাইকে চাপিয়ে সেনর্যালে রোড ধরে আসানসোলের ইএসআই হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। ওইসময় একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি তাঁদের ধাক্কা মারে। তাঁরা পড়ে যান। তাঁদের উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হলে মুন্নাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ লরিটিকে ধরেছে। চালক, খালাসি পলাতক।
|
বধূ নির্যাতনে গ্রেফতার দেওর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বধূ নির্যাতনের অভিযোগে বাঁকুড়ার শালতোড়া থেকে এক মহিলার দেওরকে গ্রেফতার করল আসানসোল মহিলা থানার পুলিশ। রানিগঞ্জ থানার বাঁশড়া এলাকার বাসিন্দা লতা বাদ্যকর পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, দুবছর আগে তাঁর সঙ্গে বাঁকুড়ার শালতোড়ার বাসিন্দা নিমাই বাদ্যকরের বিয়ে হয়। মাস খানেক আগে লতাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তদন্তে নেমে পুলিশ লতার দেওরকে গ্রেফতার করে এনেছে। |