নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অ্যানেক্স অর্থলগ্নি সংস্থার কর্ণধার প্রসেনজিত বসুকে শিলিগুড়ি আদালতে তোলা হল বৃহস্পতিবার। তাকে আপাতত জেল হেফাজতে রাখার নির্দেশ হয়েছে। এ দিনই প্রথম তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। শিলিগুড়ির সমরনগরের ভারতী বিশ্বাসের করা একটি অভিযোগের ভিত্তিতে এই মামলা করেছে শিলিগুড়ি থানার পুলিশ। অ্যানেক্স কর্তার বিরুদ্ধে ভারতী দেবীর ৩ লক্ষ টাকা প্রতারণা ও আরও ৩০ হাজার আমানতকারীদের মোট ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ইসলামপুর সংশোধনাগার থেকে প্রসেনজিৎকে এদিনই শিলিগুড়ি নিয়ে আসা হয়।
এ দিন অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে ভারপ্রাপ্ত বিচারক সন্তোষ পাঠকের এজলাসে তোলা হয় প্রসেনজিৎকে। প্রসেনজিতের আইনজীবী সুদীপ্ত মজুমদার তাঁর মক্কেলের শারীরিক অবস্থা ভাল নয় বলে চিকিৎসক দেওয়ার দাবি জানান। তা মঞ্জুর করেন বিচারক। অন্যদিকে আপাতত জেলেই তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। প্রয়োজন হলে তাকে দু’একদিনের মধ্যেই নিজেদের হেফাজতে নিতে পারে শিলিগুড়ি থানার পুলিশ। প্রসেনজিতের বিরুদ্ধে প্রতারণা ও অন্যের সম্পত্তি আত্মসাতের মামলা হয়েছে বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি দীননাথ মোহন্ত। প্রসঙ্গত গত ২৪ এপ্রিল উত্তর ২৪ পরগণার জগদ্দল থানার শ্যামনগর থেকে প্রথমবার নগদ ৭২ লক্ষ টাকা সহ গ্রেফতার করা হয় প্রসেনজিৎকে। সেখানে কয়েকদিন জেল হেফাজতে থাকার পর হলেও পরে তাকে উত্তর দিনাজপুরের ইসলামপুর নিয়ে আসা হয় অন্য একটি মামলায় হাজিরা দিতে। এ দিন পর্যন্ত ইসলামপুর সংশোধনাগারেই ছিল প্রসেনজিৎ। |