নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার ও শামুকতলা |
হাট থেকে ফেরার পথে কংগ্রেস কর্মী-সমর্থকদের উপর সিপিএমের সমর্থকদের হামলায় ১ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টা নাগাদ আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চাপড়ের পাড় ২নম্বর গ্রাম পঞ্চায়েতের পলাশতলি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম সূর্যমোহন দেবনাথ (৫৭)। তিনি কংগ্রেসের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী। তা ছাড়া কংগ্রেসের এ বারের প্রার্থী সুভাষ দেবনাথ-সহ মোট চার জন জখম হয়েছেন। তাদের আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার জেলা জুড়ে বেলা ১২টা থেকে দু’ঘণ্টা পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস।
জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দাশগুপ্ত জানান তিনি বিষয়টি জানেন না খোঁজ নিয়ে দেখছেন। সিপিএমের আলিপুরদুয়ার ২ নম্বর জোনাল কমিটির সদস্য অসীম সরকার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “কংগ্রেসেরই গোষ্ঠী কোন্দলের জেরে ওই ঘটনা ঘটেছে। সিপিএম এর সঙ্গে যুক্ত নয়।”
আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে সিপিএম হামলা চালিয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আলিপুরদুয়ারের বাসিন্দা বিশ্বরঞ্জন সরকার বলেন, “ভোটের আগে কংগ্রেসের শক্তি খর্ব করতে সিপিএম পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। দোষীদের শাস্তির দাবি জানিয়েছি।” অভিযোগ, এ দিন হাট থেকে কংগ্রেসের নেতাকর্মীরা কয়েকজন ফিরছিলেন। সে সময় সিপিএমের লোকজন হামলা চালায়। কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা স্থানীয় বাসিন্দা অনুপ দাস বলেন, “এ দিন পলাশতলি এলাকায় হাটছিল। হাট সেরে জনা পাঁচেক কংগ্রেস নেতা-কর্মী ফিরছিলেন। সেই সময় সিপিএমের লোকজন অন্ধকারের মধ্যে ভোজালি বল্লম, লাঠি নিয়ে হামলা চালায়।” |