টুকরো খবর
কং-সভাপতির গাড়িতে হামলা
দলীয় সভায় যাওয়ার পথে জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতির গাড়িতে লাঠি এবং ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে রাজগঞ্জের মিলনপল্লিতে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল সমর্থকেরাইহামলা চালান। হামলার সময় গাড়িতে জেলা কংগ্রেস সভাপতি মোহনবাবু ছাড়াও কংগ্রেসের রাজগঞ্জের ব্লক সভাপতি দেবব্রত নাগ ও জলপাইগুড়ি পুরসভার কংগ্রেস কাউন্সিলর প্রসেনজিৎ সাহা ছিলেন। তিন জন সামান্য জখম হন। হামলার পরে স্থানীয় কংগ্রেস কর্মী ও সমর্থকেরা সকলকে উদ্ধার করে অন্য একটি গাড়ি ভাড়া করে জলপাইগুড়ি শহরের দিকে নেতাদের রওনা করিয়ে দেন। জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “এলাকায় পুলিশ গিয়েছে। জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যদের পুলিশ দিয়ে আমবাড়ি ফাঁড়িতে পাঠানো হয়েছে।” তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি চন্দন ভৌমিকের অভিযোগ, “মিলনপল্লিতে কংগ্রেস রাজনৈতিক লড়াইয়ে নেই। তাই মিথ্যে অভিযোগ করে নিজেদের পালে হাওয়া টানতে চাইছে।” তৃণমূল কখনও এ ধরনের হামলা বা আক্রমণে বিশ্বাসী নয় বলে চন্দনবাবুর দাবি।

ব্যবসায়ী নিখোঁজ, তদন্ত নিয়ে ক্ষুব্ধ পরিজনেরা
গত এপ্রিল থেকে শিলিগুড়ির তরুণ ব্যবসায়ী অনুজ অগ্রবাল নিখোঁজ হলেও মামলায় তদন্তের কোনও অগ্রগতি হচ্ছে না বলে অভিযোগ তুললেন পরিজনেরা। বৃহস্পতিবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে ওই অভিযোগ করেন অনুজের বাবা নরেশ অগ্রবাল ও মা সন্তোষ অগ্রবাল। তাঁদের দাবি, “অনুজকে শিলিগুড়ির বাইরেও বিভিন্ন এলাকায় খোঁজা হোক। মামলার কোনও অগ্রগতি নেই। শিলিগুড়ি থানার পুলিশ দেখছি দেখব বলে জানাচ্ছে। ছেলের কোনও হদিশ পাচ্ছি না।” এই প্রসঙ্গে শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (সদর) ওজি পাল বলেন,“অনুজের খোঁজ চলছে।” পুলিশ জানায়, গত ২০ এপ্রিল নিজেদের সেবক রোডের মোটর যন্ত্রাংশের দোকান থেকেই কাউকে কিছু না জানিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায় অনুজ। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ লন্ডন থেকে তাঁর দাদা অমিত ফোন করে অনুজের সঙ্গে শেষ কথা বলে। তার পর থেকে অনুজের মোবাইল নম্বরটিকে আর কোনও কথা হয়নি বলে পুলিশ তাঁর কললিস্ট ঘেঁটে জানতে পারে। পুলিশ তদন্তে জেনেছে, পরে রাতে শেষবারের মত তাঁর মোবাইল লোকেশন মাটিগাড়ায় খাপরাইল এলাকায় ছিল।

মহিলাদের জন্য নানা প্রশিক্ষণ
মহিলাদের স্ব-নির্ভর করার লক্ষ্যে শিলিগুড়ি পুরসভার বস্তি উন্নয়ন বিভাগের উদ্যোগে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। বৃহস্পতিবার পুরসভার তরফে এমন ২৫ জন মহিলার হাতে শংসাপত্র তুলে দেওয়া হল। গত ৪ ডিসেম্বর থেকে টানা ছ’ মাস দেশবন্ধুপাড়ার বাসিন্দা সুজাতা দত্তগুপ্তের কাছে হাতের কাজের প্রশিক্ষণ নিয়েছেন শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা। আগামী সোমবার আরও ৫০ জনকে শংসাপত্র দেওয়া হবে বলে জানান ওই বিভাগের মেয়র পারিষদ সঞ্জয় পাঠক। প্রশিক্ষক সুজাতা দেবী বলেন, “জিনিসগুলি আমি কিনে নেব। তা মেলায়, প্রদর্শনীতে বিক্রি করব।”

দু’বছরে অনুষ্ঠান
লেপচা জনজাতির উন্নয়নে ‘মায়েল লিয়াং লেপচা ডেভেলপমেন্ট বোর্ড’ গঠনের দু’বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করতে চলেছে লেপচা রাইটস মুভমেন্টের সদস্য-সদস্যারা। ২০১১ এর ২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেপচা জনজাতির উন্নয়নের জন্য পৃথক বোর্ড তৈরির কথা ঘোষণা করেন। ওই দিনকে ‘স্বাধীনতার দিন’ বলে মনে করছেন লেপচারা। ওই দিন মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান লেপচা রাইটস মুভমেন্টের সভাপতি এল এস তামসাং।

নয়া মোবাইল ফোন
এক সঙ্গে ‘সিডিএমএ’ এবং ‘জিএসএম’ সিম কার্ড ব্যবহারের সুবিধাযুক্ত মোবাইল ফোন শিলিগুড়ির বাজারে আনল এমটিএস। বুধবার শিলিগুড়িতে তা চালু করা হয় সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেস লিমিটেডের পক্ষে। ওই সংস্থাই এমটিএসের ব্র্যান্ডের মোবাইল ফোন পরিষবার বিষয়টি দেখে। ক্রেতারা ওই নতুন ফোন কিনলে ৬০০ টাকার এসএমএস পরিষেবা নিখরচায় পাবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.