নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্পে ৫০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে ধৃত বাস্তুকার মৃগাঙ্কমৌলি সরকারকে নিয়ে কলকাতায় গিয়েছে শিলিগুড়ি পুলিশের একটি দল। পুলিশ সূত্রের খবর, তদন্তে নেমে কলকাতার একটি সংস্থার ব্যাপারে কিছু তথ্য পায় পুলিশ। সেই সব তথ্য মৃগাঙ্কবাবুর উপস্থিতিতে খতিয়ে দেখার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, শিলিগুড়ির শরৎ বসু রোডে ওই বাস্তুকারের একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং গাড়ির হদিস পেয়েছিল তারা।
বৃহস্পতিবার পুলিশের তদন্তকারী দল ওই ফ্ল্যাটে যায়। বিলাসবহুল ওই ফ্ল্যাটটি কখন কেনা হয়েছিল, তা মৃগাঙ্কবাবুর নামে রয়েছে কি না, সেটি সাজানোর কাজ কারা করেছেন, ফ্ল্যাট কেনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না সে সব বিষয়ও পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে। পুলিশেরই একটি সূত্র জানিয়েছে, তাতে বেশ কিছু তথ্যও প্রাথমিক ভাবে তাদের নজরে এসেছে। সে গুলির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা থেকে মৃগাঙ্কবাবু ফিরলে তাকে নিয়ে ফ্ল্যাটে তল্লাশি করতে যাবে পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “অনেক তথ্যই আমাদের হাতে এসেছে। তদন্তের স্বার্থে সমস্ত দিক দেখা হচ্ছে।”
এসজেডিএ সূত্রের খবর, তবে কলকাতার ঠিকাদার সংস্থা ইউরেকা ট্রেডার্স ব্যুরর কর্মকর্তা অভিযুক্ত অজিত বন্দ্যোপাধ্যায়কে এখনও ধরতে পারেনি পুলিশ। কলকাতায় তার বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছে।
সেখান থেকে কিছু না মিললেও বুধবার শিলিগুড়িতে তিনি যে ফ্ল্যাট ভাড়া করে রেখেছিলেন সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু ফাইল এবং প্রকল্পের নকশা বাজেয়াপ্ত করেছে তারা। ওই দিনই পুলিশ খবর পায় মৃগাঙ্কবাবুর একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং গাড়ি রয়েছে। পুলিশেরই একটি সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে একাধিক ঠিকাদার সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে পুলিশের নানা সন্দেহ দানা বাঁধছে।
|