এইমস নিয়ে সরগরম ভোট বাজার |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর জেলায় পঞ্চায়েত ভোটে জয় পেতে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি নিয়ে মিথ্যা প্রচার করে বাসিন্দাদের বোকা বানানোর রাজনীতি করেছে কংগ্রেস। বুধবার রায়গঞ্জে কর্ণজোড়ায় মহকুমাশাসকের দফতরে ইটাহার ব্লকে জেলা পরিষদে ২৪ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন গৌতম পাল। পরে তিনি সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, “গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এইমসের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জেলায় কংগ্রেস ভাল ফল করেছে। হাসপাতাল তৈরি না হওয়ায় মানুষ কংগ্রেসি ধাপ্পাবাজি বুঝে যাওয়ায় দীপাদেবীরা গুলাম নবি আজাদকে দিয়ে জমি কেনার টাকা বরাদ্দর মিথ্যা ঘোষণা করিয়েছেন।”
পঞ্চায়েত ভোটে আগে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি নিয়ে কংগ্রেস ও তৃণমূলের নতুন করে বিরোধের সূত্রপাত হয় গত সোমবার। ওই দিন মহকুমাশাসকের দফতরে জেলা পরিষদে নানা আসনে মনোনয়ন জমা দিতে যাওয়া দলীয় প্রার্থীদের সঙ্গে হাজির থেকে দীপাদেবী জানান, তাঁর অনুরোধে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের পরে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য জমি কিনতে কেন্দ্রীয় সরকার জেলা পরিষদকে ১৫ কোটি টাকা বরাদ্দ করবে। কিন্তু ১৫ কোটি টাকায় জমি কেনা সম্ভব হবে না। তাই জেলা পরিষদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ২২ কোটি টাকা বরাদ্দের আর্জি জানিয়েছেন। তাই হাসপাতাল তৈরি নিয়ে যাবতীয় অনিশ্চয়তা ও সংশয় দূর হয়েছে বলে দীপা দেবী দাবি করেন। হাসপাতাল তৈরির স্বার্থে ওই দিন দীপাদেবী বাসিন্দাদের জেলা পরিষদে ২৬ আসনে কংগ্রেস প্রার্থীর জয়ী করারও আবেদন জানান।
দীপাদেবী বলেন, “কেন্দ্র টাকা বরাদ্দ করার ঘোষণা করায় পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের পায়ের তলার মাটি সরেছে। তৃণমূল নেতারা কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা ও হাস্যকর অভিযোগে অপপ্রচারের রাজনীতি করছেন। এইমসের স্বার্থে জেলার মানুষ পঞ্চায়েত ভোটে কংগ্রেসকেই সমর্থন করবেন বলে আমার বিশ্বাস।” তাঁর অভিযোগ, হাসপাতাল তৈরির জন্য প্রশাসন রায়গঞ্জের পানিশালায় ১১০ একর জমি চিহ্নিত করলেও দুবছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্র করে তৃণমূল পরিচালিত সরকার জমি অধিগ্রহণ করেনি। এই বিষয়ে তৃণমূল সভাপতি অমল আচার্য বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিজমি নষ্ট করে হাসপাতাল তৈরির পক্ষে নন। দল জেলায় সরকারি জমি খোঁজ করছে।”
|