মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে অবৈধ দোকান উচ্ছেদ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নোটিশ জারি করে বারবার উঠে যেতে বলা হলেও কাজ হয়নি। অতীতে বার কয়েক পুলিশ দিয়ে হঠিয়েও দেওয়া হয়েছিল। তাতেও ফল মেলেনি। কিছু দিন পরেই ফের রাতারাতি একটা দুটো করে দোকান গজিয়ে উঠেছে। বুধবার পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে ঘণ্টা পাঁ অভিযান চালিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে থাকা এমন অন্তত ২৫০ টি অবৈধ দোকান উচ্ছেদ করলেন কর্তৃপক্ষ। |
অবৈধ দোকান উচ্ছেদ।—নিজস্ব চিত্র। |
হাসপাতালের ক্যাম্পাসে নার্সিং ট্রেনিং হস্টেল লাগোয়া কর্মী আবাসনের কাছে ৩ টি দোকান রীতি মতো কংক্রিটের খুটি পুঁতে দোকানের স্থায়ী পরিকাঠামো গড়ে তুলেছিল। এ দিন অভিযানের সময় ওই কারবারিদের একাংশ বাধা দেন। পুলিশ তাদের ধরতে উদ্যত হলেও শেষ পর্যন্ত তা করেনি। সেগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার সব্যসাচী দাস বলেন, “সম্প্রতি রোগী কল্যাণ সমিতির বৈঠকেই ক্যাম্পাসের মধ্যে থাকা সমস্ত অবৈধ দোকান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো একাধিকবার নোটিশ জারি করে সময় সীমা দিয়ে তাদের উঠে যেতে বলাও হয়েছিল। তাতেও অনেকে সরেননি। এ দিন তাই পুলিশ প্রশাসনের সাহায্যে অভিযান চালিয়ে ওই সমস্ত অবৈধ দোকান তুলে দেওয়া হয়। ফের যাতে তারা না বসে পুলিশকে তা দেখতে বলা হয়েছে।”
|
রোগিণী নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। মঙ্গলবার গভীর রাতে হাসপাতালের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন রোগীর আত্মীয়েরা। ৫ জুন ইসলামপুর শহরে মিলনপল্লি সংলগ্ন শিয়ালতোড়ের বাসিন্দা অন্তরী রায় নামের মহিলা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ৭ জুন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই দিন তাঁর স্বামী, পেশায় রিকশা চালক ঝড়ু রায় টাকা জোগাড় করে হাসপাতালে এসে দেখেন স্ত্রী নেই।
|
স্বাস্থ্যশিবির কালনায়
নিজস্ব সংবাদাতা • কালনা |
কালনা ১ ব্লকের স্বরাজপুর গ্রামে স্বাস্থ্য শিবির শুরু হল মঙ্গলবার থেকে। বর্ধমান থেকে মেডিক্যাল টিম এসেছে। ছিলেন এসিএমওএইচ সুভাষচন্দ্র মণ্ডলও।
|
স্বাস্থ্যে নিয়োগ বোর্ডের হাতে |
মেডিক্যাল অফিসার-সহ স্বাস্থ্য দফতরের অধীন ১১৯ রকম পদে নিয়োগের দায়িত্ব সরাসরি তুলে দেওয়া হচ্ছে হেলথ সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ডের হাতে। বুধবার মহাকরণে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ-সহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট পদই থাকবে। এত দিন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওই সব পদে নিয়োগ হত। স্বাস্থ্য দফতরের বিভিন্ন পদে নিয়োগ ত্বরান্বিত করতে কিছু দিন আগে নতুন বোর্ড তৈরি করা হয়।
|