জিয়ার চিকিৎসককে জেরা
সংবাদসংস্থা • মুম্বই |
আত্মহত্যার আগে লেখা চিঠিতে জিয়া খান অভিযোগ এনেছিলেন, সুরজ পাঞ্চোলি তাঁকে ধর্ষণ করতেন। জোর করে গর্ভপাতও করাতেও বাধ্য করেন তিনি। শহরের যে হাসপাতালে সম্প্রতি জিয়ার চিকিৎসা হয়েছিল বুধবার সেটিকে চিহ্নিত করেছে পুলিশ। যে চিকিৎসকের অধীনে জিয়া ভর্তি ছিলেন, জেরা করা হচ্ছে তাঁকেও। সেখানেই জিয়ার গর্ভপাত করানো হয়েছিল কি না, তা-ও জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, জিয়ার ময়না-তদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। সেটি এলেই ধর্ষণ এবং গর্ভপাত হয়েছিল কি না তার প্রমাণ মিলবে। জিয়ার মৃত্যুর তিন দিন পর তাঁর লেখা ছ’পাতার একটি চিঠি উদ্ধার করেন তাঁর মা রাবিয়া। পুলিশ জানিয়েছে, চিঠিটি হাতের লেখা বিশেষজ্ঞকে দিয়ে পরীক্ষা করানো হবে। জিয়ার মায়ের অভিযোগ, সুরজ জিয়াকে মারধর করত। বিভিন্ন সময়ে জিয়ার দেহে আঘাতের চিহ্ন দেখেছিলেন তিনি। প্রমাণ যা পেয়েছেন তা পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ বার সুরজের শাস্তি চান তিনি। পুলিশের দাবি, জেরায় সুরজ স্বীকার করেছে জিয়ার সঙ্গে প্রায় এক বছর ধরে লিভ-ইন করছিল সে।
|
আশঙ্কা এখনও কাটেনি। তবে মান্না দে-র অবস্থা স্থিতিশীল এবং রক্তচাপ এখন স্বাভাবিক বলে বেঙ্গালুরুর হাসপাতালের ডাক্তারেরা বুধবার জানিয়েছেন। অর্থাৎ চিকিৎসায় যথেষ্টই সাড়া মিলেছে। ২০ দিন ধরে চিকিৎসক থিমাপ্পা হেগড়ের তত্ত্বাবধানে আছেন মান্না। হাসপাতাল সূত্রের খবর, সংক্রমণ এড়াতে প্রবীণ সঙ্গীতশিল্পীকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মী ছাড়া কাউকে তাঁর কাছে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
|