টুকরো খবর
অনুব্রতের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ
পঞ্চায়েত নির্বাচনের মুখে ‘প্ররোচনামূলক’ মন্তব্য করায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বীরভূমের জেলাশাসককে থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। সম্প্রতি রামপুরহাটে দলীয় কর্মিসভায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত বলেছিলেন, “সিপিএম, কংগ্রেস আমাদের শত্রু। ওদের মনোনয়ন জমা করতে দেবেন না। দরকারে আমাকে ডাকবেন। আমি পাশে থাকব।” এর পরেই বিভিন্ন জায়গায় হামলা-সংঘর্ষ উস্কে ওঠে। অনুব্রতবাবুর ওই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক দেখা দেয়। বিরোধীরা সমালোচনায় মুখর হন। তার পরেই জেলাশাসকের কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় রাজ্য নির্বাচন কমিশন। এর পরে ভারতীয় দণ্ডবিধির ১৭১/সি ধারায় (নির্বাচনী প্রক্রিয়ায় অবাঞ্ছিত প্রভাব) জেলা প্রশাসনকে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশও দেয় কমিশন। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, জেলাশাসক এ ব্যাপারে সরকারি আইনজীবীর পরামর্শ নেন। জানা যায়, এ ক্ষেত্রে এ ভাবে মামলা করা সম্ভব নয়। আগে থানায় অভিযোগ হতে হবে। সেই অভিযোগের তদন্তের ভিত্তিতে মামলা রুজু হবে। কমিশনও আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে একই কথা জানতে পারে। এর পরেই জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক (ডিপিইও) হিসাবে জেলাশাসককেই অনুব্রতবাবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করার নতুন নির্দেশ দেয় কমিশন। বুধবার অনেক চেষ্টা করেও অনুব্রতবাবু বা জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

পুরনো খবর:

দু’টি ঝুলন্ত দেহ
শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার নাম মেরিনা বিবি(৩৮)। বুধবার সকালে মহম্মদবাজার থানা এলাকার সেকেড্ডা গ্রামের বাড়ি থেকে দেহটি উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণে ওই বধূ আত্মঘাতী হয়েছেন। তবে কোনও অভিযোগ হয়নি। একটি অস্বভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ এবং দেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দিকে, দুবরাজপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ি থেকে রঞ্জিত বাউড়ি(৩৮) নামে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শারীরিক অসুস্থতার কারণে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।

জ্বলছে না ত্রিফলা
রামপুরহাট শহরের ভিতরে সৌন্দর্যায়নের জন্য বছর খানেক আগে ব্যাঙ্ক মোড় থেকে পাঁচমাথা এবং পাঁচমাথা মোড় থেকে কামারপট্টি মোড় পর্যন্ত ত্রিফলা আলোর ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে সেই ত্রিফলা আলো জ্বলে না। এ ব্যাপারে সম্প্রতি রামপুরহাট পুরপ্রধানের কাছে জবাবদিহি চেয়েছিল সিপিএমের যুব সংগঠন। শুধু তাই নয়, সংগঠনের রামপুরহাট শহর লোকাল কমিটি শহরজুড়ে পোস্টারিংও করেছিল। ত্রিফলা বিতর্কে তৃণমূল পুরপ্রধান অশ্বিনী তিওয়ারি বলেন, “পরিস্রুত পানীয় জল দেওয়ার জন্য পাইপ লাইড়ের কাজ করতে গিয়ে বিদ্যুতের খারাপ হয়ে গিয়েছে। বর্তমানে ওই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। কাজ শেষ হলে পুনরায় ত্রিফলা আলো জ্বলবে।”

পুরনো খবর:

বাজ পড়ে মৃত ২
বাড়িতে রং করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল দুই যুবকের। বুধবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানা এলাকার ঘাটগোপালপুর গ্রামে। মৃতেরা হলেন জিম খান(২২) এবং শেখ সুরমান(৩০)। দু’জনের বাড়ি দুবরাজপুরের ডাঙালপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই দুই রং মিস্ত্রী ঘাটগোপালপুর গ্রামে একটি বাড়ির দোতলা রং করছিলেন। বাজ পড়লে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

বাড়িতে বোমা
ভোর সাড়ে চারটে হবে। বোমা ফাটার শব্দে ঘুম ভেঙে গিয়েছিল সিউড়ি ডাঙালপাড়ার বাসিন্দা প্রাথমিক স্কুল শিক্ষক ইন্দ্রনাথ মজুমদার ও তাঁর পরিবারের। খোঁজ নিয়ে তিনি দেখেন, বোমা ফেটেছে তাঁরই বাড়ির ছাদে। আর দোতালার খোলা অংশে তখনও পড়ে তিনটি তাজা বোমা। এমনই অভিযোগ ওই শিক্ষকের। পরে পুলিশ বোমা উদ্ধার করে। কে বা কারা কী কারণে এই কাণ্ড করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

যুবকের অপমৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটে তারাপীঠ ও মল্লারপুর স্টেশনের মাঝে। কৈলাশপতি লেট (৩১) নামে ময়ূরেশ্বর থানার ফতেপুর এলাকার বাসিন্দা ওই যুবক হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রথমিক তদন্তে রেল পুলিশের অনুমান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.