বাহিনী নিয়ে এখনও স্পষ্ট সিদ্ধান্ত না হলেও পঞ্চায়েত ভোটের জন্য সব রকমের প্রস্তুতি জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে। ব্যতিক্রম নয় বীরভূম। এই পরিস্থিতির মধ্যে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মুরারই ১ পঞ্চায়েত সমিতির দীর্ঘদিনের সদস্য জহরলাল সিংহ। মুরারই থানার চাতরা গ্রামের বাসিন্দা জহরলালবাবু ১৯৭৭-২০০৮ সাল পর্যন্ত মুরারই ১ পঞ্চায়েত সমিতির চাতরা পঞ্চায়েত থেকে জয়ী হয়ে এসেছেন। ২০০৮ সালে সিপিএমের টিকিটে জয়ী হওয়ার পরে পঞ্চায়েত সমিতির সহসভাপতি হন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আসে। ২০০৯ সালের অনাস্থায় পঞ্চায়েত সমিতির ক্ষমতা কংগ্রেসের হাতে চলে যায়।
পরবর্তীতে বিধানসভা নির্বাচনের পরে জহরলালবাবু তৃণমূলে যোগ দেন। বুধবার তিনি তৃণমূল দল ছাড়েন। তাঁর ক্ষোভ, “তৃণমূল থেকে এলাকার প্রার্থী তালিকা ঠিক করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। কিন্তু আমার তৈরি তালিকায় থাকা লোকেদের প্রার্থী করা হয়নি। সেই কারণে আমি তৃণমূল থেকে সরে গিয়ে কংগ্রেসে যোগ দিয়েছি।”
এ ব্যাপারে তৃণমূলের মুরারই ১ ব্লক সভাপতি বিনয় ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জহরলালবাবু আমাদের সঙ্গে আলোচনা না করে চলে গিয়েছেন। উনি কী করে বুঝলেন তাঁর মনোনীত লোকেদের প্রার্থী করা হয়নি? এখনও তো মনোনয়ন তোলার কাজ শেষ হয়নি।” তবে ভোটের মুখে তাঁর চলে যাওয়ায় দলের কোনও সমস্যা হবে না বলে দাবি করেছেন বিনয়বাবু। এ দিকে, কংগ্রেস নেতৃত্ব জহরলালবাবুকে পেয়ে খুশি। তাঁকে সম্মানের সঙ্গে দলে রাখা হবে বলে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন। |