টুকরো খবর
হিন্দুস্তান কেবলস পরিদর্শন বোর্ডের
বুধবার ফের রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস কারখানা ও অঞ্চল পরিদর্শনে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের সংস্থা অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের দুই আধিকারিক। বুধবার ফের একপ্রস্ত রূপনারায়ণপুরের হিন্দুস্থান কেবলস কারখানা ও আশেপাশের অঞ্চল পরিদর্শনে আসেন। এই দলে ছিলেন বোর্ডের চিফ সিকিউরিটি কমিশনার কর্নেল হরিশঙ্কর ঝা ও সংস্থার ডেপুটি ডিরেক্টর জেনারেল (ইঞ্জিনিয়ারিং) নিমাই মহান্তি। বুধবার দুপুর একটায় তাঁরা শহরে ঢোকেন। এরপর কেবলসের অফিসারদের সঙ্গে নিয়ে কারখানা পরিদর্শনের পর আবাসন এলাকা দেখতে যান। কারখানা সূত্রে জানা গিয়েছে, এ দিন মূলত তাঁরা আবাসন এলাকার অবৈধ দখলদারি দেখতে এসেছিলেন। সেপ্টেম্বর মাসেই এই হিন্দুস্থান কেবলস টাউনশিপের দায়িত্ব নেবে ভারতীয় সেনা। তার আগেই তাঁরা কারখানার আবাসন এলাকার যাবতীয় অবৈধ দখলদারি তুলে দেওয়ার আবেদন করেছেন। তা না হলে সেনাবাহিনী টাউনশিপের দায়িত্ব নেওয়ার পরে জবরদখলকারীদের উচ্ছেদ করা হবে বলে জানা গিয়েছে।

পুরনো খবর:

বিলাসপুরে গেলেন স্বপন
আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করতে বুধবার বুদবুদের বিলাসপুরে এলেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা তৃণমূলের জেলা (গ্রামীণ) সভাপতি স্বপন দেবনাথ-সহ কয়েক জন জেলা স্তরের নেতা। গত বুধবার রাতে বৈঠক করার করতে জনা দশেক তৃণমূল বিলাসপুরে গিয়েছিলেন। সেই সময়ে সিপিএমের বেশ কিছু লোক জন তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। পরের দিন তৃণমূল এলাকায় শান্তি মিছিল করার চেষ্টা করলে সিপিএমের লোক জন তাদের উপর হামলা করে বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতে তৃণমূলের চার জন আহত হয়েছিলেন। কাদের মণ্ডল নামে এক জন তিরবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ দিন বাড়ি বাড়ি গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেন স্বপনবাবু। গ্রামের মহিলারা তাঁকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, “তাঁরা এখনও জঙ্গলে লুকিয়ে থেকে সন্ত্রাস চালাচ্ছে। পুলিশ তাদের এখনও গ্রেফতার করতে পারেনি। সিপিএম সন্ত্রাসের জন্য তৃণমূলকে দায়ী করলেও তারা নিজেরাই যে আসলে সন্ত্রাস চালাচ্ছে, এই ঘটনাই তার প্রমাণ।” সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দীনেশ্বর মণ্ডল বলেন, “শাসক দল বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে। প্রস্তাবকদের মারধর করা হয়েছে। তাতে মানুষ প্রতিরোধ করেছেন।”

পুরনো খবর:

তৃণমূল অফিসে পড়ল বোমা
তৃণমূলের কার্যালয়ে বোমা ছোড়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে জামুড়িয়ার ঘটনা। তৃণমূলের জামুড়িয়া ব্লক ১ সভাপতি পূর্ণশশী রায়ের অভিযোগ, মঙ্গলবার রাতে সিপিএম নেতা নন্দ রুইদাসের নেতৃত্বে দুষ্কৃতীরা তাঁদের দলের চুরুলিয়া কার্যালয় লক্ষ করে পরপর চারটি বোমা ছোড়ে। ওই সময়ে কার্যালয় বন্ধ ছিল। তাই কোনও কর্মীর ক্ষতি না হলেও কার্যালয়টির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। নন্দবাবু অভিযোগ অস্বীকার করেছেন। সিপিএমের অজয় জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্ত জানান, মঙ্গলবার সকালে চুরুলিয়ার শেখপাড়ায় তাঁদের প্রার্থীর নাম লেখা দেওয়ালে তৃণমূলের কর্মীরা আবার রঙ করে নাম লেখার প্রস্তুতি নিলে এলাকার মানুষ প্রতিরোধ করে। সেই ঘটনা ঢাকতেই সিপিএম কর্মীদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

আক্রান্তদের বাড়ি গেলেন নেতা
আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করতে বুধবার বুদবুদের বিলাসপুরে এলেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা তৃণমূলের জেলা (গ্রামীণ) সভাপতি স্বপন দেবনাথ-সহ কয়েক জন জেলা স্তরের নেতা। গত বুধবার রাতে বৈঠক করার করতে জনা দশেক তৃণমূল বিলাসপুরে গিয়েছিলেন। সেই সময়ে সিপিএমের বেশ কিছু লোক জন তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। পরের দিন তৃণমূল এলাকায় শান্তি মিছিল করার চেষ্টা করলে সিপিএমের লোক জন তাদের উপর হামলা করে বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতে তৃণমূলের চার জন আহত হয়েছিলেন। কাদের মণ্ডল নামে এক জন তিরবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ দিন বাড়ি বাড়ি গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেন স্বপনবাবু। গ্রামের মহিলারা তাঁকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, “তাঁরা এখনও জঙ্গলে লুকিয়ে থেকে সন্ত্রাস চালাচ্ছে। পুলিশ তাদের এখনও গ্রেফতার করতে পারেনি। সিপিএম সন্ত্রাসের জন্য তৃণমূলকে দায়ী করলেও তারা নিজেরাই যে সন্ত্রাস চালাচ্ছে, এই ঘটনাই তার প্রমাণ।”

কয়লা কাটার নালিশ
জমি অধিগ্রহণ না করেই ভূগর্ভের কয়লা কেটে নেওয়ার অভিযোগে ইসিএলের পরাশকোল কোলিয়ারিতে ঘণ্টা তিনেক উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এর জেরে জমির উপরিভাগে ফাটল দেখা দিয়েছে। ইসিএলকে জমির ক্ষতিপূরণ এবং বিধি মেনে চাকরি দিতে হবে। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, বিষয়টি তাঁরা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন।

চাকরির দাবি
জমির বিনিময়ে চাকরির দাবিতে পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি বি প্রজেক্টে কয়েক ঘণ্টা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ৯৬ জনের ২ একর করে জমি অধিগ্রহণ করেছিল ইসিএল। তারপর কোলিয়ারির উৎপাদন চালু হলেও কেউ চাকরি পায়নি। কর্তৃপক্ষ জানান, ঊধ্বর্র্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে সমস্যা মেটানো হবে।

কোথায় কী
বর্ধমান
রবীন্দ্র নজরুল সন্ধ্যা। রাজবাটী ক্যাম্পাস। বিকাল সাড়ে ৫টা।
উদ্যোগ: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু সমিতি।

দুর্গাপুর
রবীন্দ্রনাথের উপর পোস্টার প্রদর্শণী। তথ্য কেন্দ্র। সকাল ১১ টা
থেকে বিকাল ৫টা। উদ্যোগ: মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.