পড়ুয়াদের ভিড়।—নিজস্ব চিত্র। |
লালবাগ মহারাজা মণীন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুল কর্তৃপক্ষ ৪-৫ জুন বইমেলার আয়োজন করে। স্কুলের ওই অভিনব উদ্যোগকে স্বাগত জানান জেলা বিদ্যালয় পরিদর্শক বিমল পাণ্ডে। বিমলবাবু বলেন, “বইমেলার আয়োজন করে কর্তৃপক্ষ যদি ছাত্রছাত্রীদের বইমুখী করে তুলতে পারে, সেটা ভাল।” বই কেনার জন্য ভিড় করছে পড়ুয়ারা। প্রধান শিক্ষিকা সোমালি চট্টোপাধ্যায় বলেন, “ছাত্রীদের বইমুখী করতেই এই বইমেলার আয়োজন।”মেলায় গল্পের বই থেকে ভ্রমণ কাহিনি, ক্যুইজ, সাধারণ জ্ঞানের বইয়ের পাশাপাশি ছিল ইংরেজি বইও।
|
গত ২৬-২৭ মে দু’ দিন ধরে নজরুল জন্মোৎসব পালন করল ‘বহরমপুর নজরুল কমিটি’। কালেক্টরেট ক্লাব হলে ওই অনুষ্ঠান হয়। নজরুলগীতির প্রসারের জন্য সংগীত শিল্পী দিলীপকুমার ঘোষকে ও নজরুল সাহিত্য চর্চার প্রসারের জন্য লালগোলার ইউসুফ আলিকে নজরুল পুরস্কারে সম্মানিত করা হয়। পুরস্কার তুলে দেন অধ্যপক আবুল হাসনাৎ ও শক্তিনাথ ঝা।
|
সম্প্রতি মুর্শিদাবাদ জেলায় ২৯০তম ‘পূর্বাভাস সাহিত্য আড্ডা’য় প্রকাশিত হল মতিউর রহমানের লেখা উপন্যাস ‘বিজয়’। কান্দি থানার ভবানীপুর গ্রামের মতিউর রহমানের ওই গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন সৈয়দ সুশোভন রফি।
|
সম্প্রতি ‘স্বরসপ্তক’ নামে বেথুয়াডহরির আবৃত্তি অনুশীলন কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় নজরুল জন্মজয়ন্তী। সংস্থার ওই প্রভাতি অনুষ্ঠানে শিশুরা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
|
গত ২৪-২৫ মে লালগোলা এম এন আকাদেমি মাঠে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ফটোগ্রাফি, সংবাদপাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুতুল নাচ, সংগীত, শ্রুতিনাটক ও নৃত্য পরিবেশন করা হয়। ছিল চিত্র প্রদর্শনী।
|