হাতির হানায় এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ নগাঁও জেলার জখলাবান্ধায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, জঙ্গল থেকে একটি হাতির পাল আমগুড়িসাং গ্রামে ঢুকে পড়েছিল। বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেয় তারা। আজ সকালে মাঠে কাজ করার সময় মেটেকা ক্রে (৪৫) নামে এক কৃষক ওই হাতির পালের সামনে পড়েন। তাঁকে মাঠেই পিষে মেরে ফেলে হানাদাররা।
|
মানুষের ছোঁয়া লাগায় মা ফিরিয়ে নেয়নি। সন্তানকে দল থেকে বিচ্ছিন্ন করে দেয়। বাঁকুড়ায় উদ্ধার করা ৪ মাসের এই হস্তিশাবককে পালিত মা’র কাছে রেখে পালন করতে আনা হল জলদাপাড়ার হলং পিলখানায়। |
তবে এখন শাবকটিকে কুনকি হাতি সুন্দরমণি না চম্পাকলির কাছে রাখা হবে তা ঠিক হয়নি। ৪ জুন দলমার ১০টি হাতি বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জ লাগোয়া গ্রামে ফসল খেতে ঢুকে পড়ে। সে সময় পুরুষ শাবকটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। |
দুর্গাপুরের একটি পার্কে। ছবি: বিকাশ মশান। |