আরামবাগ মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম-সিপিআই এবং বিজেপির দায়ের করা তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে সোমবার মোট ৭ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার হয়েছেন। অভিযোগগুলি দায়ের হয় গত ৪ জুন। সিপিএমের পক্ষে আরামবাগ সাংসদ শক্তিমোহন মালিকের অভিযোগ ছিল, মনোনয়নপত্র তুলতে আসার পথে আরামবাগ মহকুমাশাসকের অফিসের কাছে তৃণমূলের লোকজন তাঁদের উপরে হামলা করে। সাংসদের গায়ে হাত না দিলেও সঙ্গে থাকা লোকদের পেটানো হয়। এই ঘটনায় পুলিশ রাজকুমার প্রামাণিক নামে এক তৃণমূল নেতা-সহ ৪ জনকে গ্রেফতার করে। সিপিআইয়ের তরফে অভিযোগ ছিল, তাদের প্রার্থী রামপ্রসাদ বাগকে মহকুমাশাসকের অফিসের পিছনে মারধোর করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে। এই ঘটনায় তৃণমূলের দুই সক্রিয় কর্মী রঘুনাথ সাঁতরা এবং সুভাষ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির অভিযোগ ছিল, তাদের কর্মীদের স্থানীয় তেলুয়া গ্রামে ঘিরে মারধর করে মনোনয়নপত্র তুলতে আসতে দেয়নি তৃণমূল। এই ঘটনায় সত্যায়ু সরকার নামে স্থানীয় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
|
পরিত্যক্ত পাতকুয়ো থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল দমকল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলি স্টেশন-লাগোয়া কানাগড় দক্ষিণপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বেচু রাজভড় (৩৩)। বাড়ি কানাগড় ক্ষুদিরামপল্লিতে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। |
উদ্ধারের কাজ। ছবি: তাপস ঘোষ। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্থানীয় বাসিন্দারা এলাকায় একটি দোকানের পিছন দিকের আমবাগানের মধ্যে পরিত্যক্ত পাতকুয়োতে দেহটি পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় থানা এবং দমকলে। দমকলকর্মীরা পাতকুয়োর মধ্যে বড় মই নামিয়ে দড়ি বেঁধে মৃতদেহটি উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্ধকারে বেসামাল হয়ে পাতকুয়োয় পড়ে যান বেচুবাবু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবহুল জায়গায় খোলা অবস্থায় পাতকুয়োটি থাকলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না।
|
সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ডোমজুড় থানার মাকড়দহ গ্রামের চ্যাটার্জি পাড়ায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ রফিক গাজি। বাড়ি স্থানীয় কাটলিয়ায়। এ দিন সকালে ওই যুবক মাকড়দহের একটি ক্লাবের সামনে সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদ করে পুলিশে খবর দেন। পুলিশ এসে আটক করে অভিযুক্তকে। পরে ছাত্রীটির বাবার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। আজ, বুধবার ধৃতকে আদালতে তোলা হবে।
|
গভীর রাতে বাড়িতে ঢুকে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী। সোমবার ঘটনাটি ঘটেছে জয়নগরের বেনেজি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১২টা নাগাদ ওই গ্রামের বাসিন্দা গোপাল মণ্ডলের বাড়িতে হানা দেয় একদল দুষ্কৃতী। পরিবারের সদস্যদের একটি ঘরে ঢুকিয়ে দিয়ে লুঠপাট চালায়। ইতিমধ্যে গোপালবাবুর পরিবারের লোকেদের চিৎকারে ঘুম ভেঙে যায় গ্রামবাসীদের। বেগতিক দেখে চম্পট দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পালানোর সময় একজন দুষ্কৃতীকে ধরে ফেলে গ্রামবাসীরা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। |