নয়া সফটওয়্যার আনল অ্যাপল
সংবাদসংস্থা • সান ফ্রান্সিসকো |
আই-ফোন ও আই-প্যাডের জন্য নতুন সফটওয়্যার আনল অ্যাপল। পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে গান শোনার পরিষেবা আই-টিউনস রেডিও চালু করল তারা। সান ফ্রান্সিসকোয় সম্প্রতি আয়োজিত সংস্থার ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’-এর মঞ্চে প্রকাশ্যে আনা হয় এই দু’টি নয়া উদ্যোগ। অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমটি হল আইওএস৭। সংস্থার দাবি, গত ২০০৭ সালে আই-ফোন প্রথম বার বাজারে আসার পর সেটির সফটওয়্যারের বৃহত্তম সংযোজিত সংস্করণ এ বারের এই আইওএস৭। পাশাপাশি নতুন আই-টিউন রেডিওটি পাওয়া যাবে আই-ফোন, আই-প্যাড ও অ্যাপল টিভিতে। এই ইন্টারনেট রেডিওতে গ্রাহকরা পছন্দের গায়ক বা গান দিয়ে নিজস্ব রেডিও স্টেশন তৈরি করতে পারবেন।
|
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক নিয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যে এ বার ময়দানে নামল এ দেশের বণিকসভা সিআইআই। বাংলাদেশ সরকারের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে তারা। এই উদ্দেশ্যে সম্প্রতি বাংলাদেশ সফররত এক প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সিআইআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট শেখর দত্ত। তিন দিনের সফর শেষে তিনি জানান, “সে দেশের বোর্ড অফ ইনভেস্টমেন্ট-এর সঙ্গে চুক্তি সই হয়েছে। এ মাসের শেষেই প্রতিবেশী রাষ্ট্রটির মন্ত্রী ও শিল্পপতিদের একটি প্রতিনিধিদল ভারতে আসছে।” মুম্বই ও চেন্নাইয়ে শিল্প সম্মেলন করে কলকাতা ছুঁয়ে যাবে বাংলাদেশের ওই দলটি।
|
• সমীর শাহ ন্যাশনাল কমোডিটিজ অ্যান্ড ডেরিভেটিভ এক্সচেঞ্জের (এনসিডিইএক্স) ম্যানেজিং ডিরেক্টর ইন-চার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন।
• ইটিয়েন বেনেট নেস্লে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন। |