উত্তরবঙ্গেও ‘জয় রাইড’ এ বার হবে হেলিকপ্টারে
বার পাহাড়ে হেলিকপ্টারে চড়ে ‘জয় রাইড’-এর সুযোগ আসছে। সৌজন্যে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সংস্থা পবন হংস লিমিটেড। সব ঠিক থাকলে ১৬ জুন, রবিবার থেকে কলকাতায় ‘জয় রাইড’ চালু করবে সংস্থাটি। হলদিয়া, সুন্দরবন, দিঘা, পুরুলিয়া, দুর্গাপুর, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি-র মত এলাকা জুড়বে পরিষেবায়।
পবন হংস লিমিটডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) সঞ্জয় কুমার বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথ ভাবে রাজ্যে উড়ান পরিষেবা আমরা শুরু করতে চলেছি। প্রথম পর্যায়ে কলকাতায় জয় রাইড রাখা হচ্ছে। সঙ্গে থাকছে চার্টার্ড ব্যবস্থাও। ১০ আসনের হেলিপ্টারটি চিকিৎসা, আপৎকালীন উদ্ধার, আইন শৃঙ্খলার কাজেও ব্যবহার করা যেতে পারে। সেই সমস্ত বিকল্প রাখা হচ্ছে। ১৬ জুন, রবিবার কলকাতায় জয় রাইড দিয়ে পরিষেবা চালু করা হচ্ছে।” এর পরের ধাপেই বাণিজ্যিক এবং পর্যটন ক্ষেত্রের দিকে বিশেষ নজর দিয়ে রাজ্যের অন্য প্রান্তে হেলিকপ্টার সার্ভিস চালু করা হচ্ছে বলে সঞ্জয় কুমার জানিয়েছেন।
গত মার্চ মাসে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পবন হনসের চেয়ারম্যান-ম্যানেজিং ডাইরেক্টর অনিল শ্রীবাস্তবের মধ্যে মউ স্বাক্ষর হয়। সেখানে কলকাতা ও জেলার মধ্যে হেলিকপ্টার সার্ভিস চালু করা নিয়ে চুক্তি হয়। গত ২৫ মে আলোচনার মাধ্যমে ঠিক হয় জুন মাসেই পরিষেবা চালু করা হবে। সেই মোতাবেক ৬ জুন রাজ্য সরকারকে চিঠি দিয়ে ১৬ জুন তারিখটি জানান পবন হংস কর্তৃপক্ষ। সংস্থা সূত্রের খবর, কলকাতায় পাঠানো হচ্ছে সিঙ্গল ইঞ্জিনের ‘বেল-২০৬ এল৪’ হেলিকপ্টার। মূলত ২ জন পাইলট এবং ৬ জন যাত্রী এই হেলিকপ্টারটি ব্যবহার করতে পারবে। পরিকাঠামো, পার্কিং, হেলিকপ্টার রাখার ব্যবস্থা, সুরক্ষা এবং যাত্রীদের দিকটি রাজ্যকে দেখতে হচ্ছে। হেলিকপ্টার, ক্রু মেম্বার এবং তেলের যাবতীয় দায়িত্ব থাকছে পবন হংস কর্তৃপক্ষের। ১৫ জুন এক হেলিকপ্টার বেহালা এয়ার স্ট্রিপ এনে রাখা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর ৩টি জয়রাইডের পরে প্রথম পরিষেবা চালু হবে কলকাতা-হলদিয়া আকাশ পথে। রাজ্য পরিবহণ এবং পর্যটন দফতর সূত্রের খবর, ১৯৮৫ সালে দেশে পবন হনস লিমিটডের যাত্রা শুরু। উত্তরবঙ্গে বাগডোগরা-সিকিম সংস্থার পরিষেবা রয়েছে। বৃন্দাবনধাম, বৈষ্ণদেবী, কেদারনাথ, অমরনাথেও ধর্মীয় পর্যটন হিসাবে সংস্থার পরিষেবা চালু হয়েছে সম্প্রতি। শেষ সংযোজন লখনউ এবং কানপুর আইআইটি-র মধ্যে একটি হেলিকপ্টার পরিষেবা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.