সিপিএম প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় পঞ্চায়েত ভোটে ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির পোলেরহাট-২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন তৃণমূল প্রার্থী আরাবুল ইসলাম। সোমবার দুপুরে ব্লক অফিসে এসে সিপিএম প্রার্থী আবু হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ওই আসনে অন্য কোনও দল প্রার্থী না দেওয়ায় আরাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন বলে ব্লক প্রশাসন জানিয়েছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাত্তার মোল্লার অভিযোগ, “তৃণমূলের লাগাতার হুমকি ও হামলায় বাধ্য হয়ে আমাদের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।” অভিযোগ অস্বীকার করেছেন আরাবুল ইসলাম। তাঁর দাবি, “সিপিএমের পায়ের তলায় মাটি নেই। নির্বাচনে হারবে জেনেই ওরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।”
|
এক গৃহবধূকে খুনের অভিযোগে তাঁর ভাসুরকে গ্রেফতার করল পুলিশ। গত ৫ জুন বাগদার মথুরা গ্রামের বাসিন্দা ময়না হালদার (৩০) নামে ওই বধূকে আশঙ্কাজনক অবস্থায় বাগদা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁর শ্বশুরবাড়রি লোকজন। সেখানেই ওই বধূ মারা যান। পুলিশের কাছে রবিবার দায়ের করা অভিযোগে ওই মহিলার মা জানান, পণের দাবিতে তাঁর মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত শ্বশুরবাড়িতে। ময়নার স্বামী সুকোমল হালদার-সহ ছ’জনের বিরুদ্ধে তিনি খুনের লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার রাতে ময়নার ভাসুর মেঘলাল হালদারকে পুলিশ গ্রেফতার করে। ময়নাদেবীর শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, তিনি আত্মহত্যা করেছিলেন। পুলিশ জানায়, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তারা পলাতক।
|
শনিবার রাতে উত্তম পুরকাইত নামে ক্যানিং-২ ব্লকের তামুলদহ পঞ্চায়েতের এক সিপিএম প্রার্থীকে শাসক দলের দুষ্কৃতীরা অপহরণ করে বলে অভিযোগ। সোমবার সকালে জীবনতলার অপহরণকারীদের ডেরা থেকে তিনি পালিয়ে ক্যানিংয়ের মহকুমাশাসকের অফিসে আসেন বলে জানান। তিনি পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে ইচ্ছুক বলে মহকুমাশাসকের কাছে আর্জি জানান। মহকুমাশাসক শেখর সেন বলেন, “আমি ওই ব্যক্তির আর্জির বিষয়টি নথিভূক্ত করেছি।” উত্তমবাবুকে অপহরণের অভিযোগ মানেনি তৃণমূল।
|
নিজের বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় কাকদ্বীপের ফটিকপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম লক্ষ্মীরানি বালা (৫৬)। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। দেহটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
অস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। রবিবার রাতে স্থানীয় জয়ন্তীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। |