সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্তে কলকাতা হাইকোর্টের অধীনে কমিটি গড়ার আবেদন জানানো হয়েছিল। এ বার বারাসতের কামদুনিতে গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে হাইকোর্টেরই তত্ত্বাবধানে বিশেষ দল গড়ার আবেদন জানানো হল। এই আর্জি জানিয়ে সোমবার একটি জনস্বার্থের মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। আজ, মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা।
আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই ঘটনার উল্লেখ করে জনস্বার্থের মামলাটির শুনানি করার আবেদন জানান। তিনি বলেন, এক কলেজছাত্রীকে যে-ভাবে গণধর্ষণের পরে খুন করা হয়েছে, তাতে রাজ্যের মানুষ আতঙ্কিত। ঘটনাটির তদন্ত করছে সিআইডি। বারাসত এলাকায় ধর্ষণ-সহ মহিলাদের প্রতি অত্যাচারের ঘটনা বাড়ছে। কিন্তু পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। এই অবস্থায় আবেদনকারীর আশঙ্কা, সিআইডি-র তদন্তে প্রকৃত সত্য প্রকাশিত হবে না। তাই তাঁর আবেদন, হাইকোর্ট একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে দিক। এবং তারা হাইকোর্টের তত্ত্বাবধানেই ওই ধর্ষণ ও খুনের তদন্ত করুক।
বারাসতে দীর্ঘদিন ধরে কী ভাবে দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলছে, আবেদনে তা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ২০১১ সালের ফেব্রুয়ারিতে তিন মদ্যপের হাত থেকে দিদির সম্ভ্রম রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় দশম শ্রেণির ছাত্র রাজীব দাস। বারাসত জেলা আদালতের সামনের রাস্তা সন্ধ্যার পরে মেয়েদের পক্ষে আতঙ্কের জায়গা হয়ে উঠেছে। পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। কারণ, দুষ্কৃতীরা রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় রয়েছে। আবেদনকারীর বক্তব্য, এই অবস্থায় রাজ্যের কোনও তদন্তকারী সংস্থা নিরপেক্ষ তদন্ত করার জায়গায় নেই। এর আগের ঘটনাগুলি যে-ভাবে সময়ের সঙ্গে সঙ্গে লঘু ও আবছা হয়ে গিয়েছে, গত শুক্রবারের ধর্ষণ ও খুনের ঘটনাটির হালও তা-ই হবে। তা ছাড়া স্থানীয় বাসিন্দারা যে-ভাবে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে দিনরাত এক করে বিক্ষোভ দেখিয়েছেন, নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, তার থেকেই প্রমাণিত হয় যে, এই পুলিশ-প্রশাসনের তদন্তের উপরে তাঁদের ভরসা নেই।
আবেদনকারীর বিশ্বাস, এই পরিস্থিতিতে একমাত্র উচ্চ আদালতই প্রকৃত তদন্তের ব্যবস্থা করতে পারে। সেই সঙ্গে আবেদনকারীর আর্জি, রাজ্য সরকার যাতে ধর্ষিত ও নিহত ছাত্রীর পরিবারকে ন্যূনতম ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়, আদালত অবিলম্বে সেই নির্দেশ দিক। প্রধান বিচারপতি জানান, মঙ্গলবার শুনানি হবে। |