অর্থনীতিকে বৃদ্ধির সড়কে ফেরানোর মরিয়া প্রচেষ্টায় ফের ধাক্কা। ডলারে টাকার দর সোমবার নামল ঐতিহাসিক নীচে। দিনের শেষে টাকা ১১০ পয়সা পড়ে প্রতি ডলার দাঁড়াল ৫৮.১৬ টাকা।
বিশেষজ্ঞদের মতে, টাকার এই পতন অর্থনীতিতে নতুন বিপদসঙ্কেত পাঠাল:
• কেন্দ্রের দুশ্চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হল আমদানি।
• বৈদেশিক বাণিজ্যে চলতি খাতে লেনদেনে ঘাটতি বিপদসীমা ছাড়ানোর সম্ভাবনা প্রকট হল।
• মূল্যবৃদ্ধির ঝুঁকি বাড়ল।
• রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানো আরও অনিশ্চিত হল।
আর এই সব আশঙ্কার জেরেই সেনসেক্স দিনের শেষে মাত্র ১২ পয়েন্ট বেড়েছে। অর্থ মন্ত্রকের অবশ্য আশ্বাস, ‘অযথা আতঙ্ক’ ছড়ানোয় নামছে টাকা। সংশ্লিষ্ট সচিব অরবিন্দ মায়ারাম বলেন, “কিছু দিনের মধ্যেই বাজারে স্থিতি ফিরবে।” |
কেওয়াইসি ও কালো টাকা সংক্রান্ত আইন না-মানায় অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচ ডি এফসি ব্যাঙ্ককে যথাক্রমে ৫, ১ ও ৪.৫ কোটি টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক। গোপন অনুসন্ধান চালিয়ে ওই অভিযোগ মিলেছে বলে দাবি করে সংবাদ সংক্রান্ত একটি সাইট। |