টুকরো খবর
মুক্তিপণ চেয়ে গ্রেফতার আট
দু’টি পৃথক ঘটনায় অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে সোমবার আট জনকে গ্রেফতার করল পুলিশ। তিন জন অপহৃতও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বর্ধমান শহরের সর্বমঙ্গলা পাড়ার বাসিন্দা কামাল হাসানকে নবাবহাটের একটি নার্সিংহোমের সামনে থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। তাঁর স্ত্রী লতিফা বিবিকে ফোন করে ১০ লক্ষ টাকার মুক্তিপণ চাওয়া হয়। পুলিশ দুষ্কৃতীদের মোবাইলের সূত্র ধরে মেমারির রসুনপুরের কাছে শেখ আব্দুল ও শেখ মনসুরকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে স্থানীয় বড় মশাগোড়িয়ার একটি পুকুরের পাশের গোয়াল থেকে সেখ হাসিবুল, সেখ মোতিরুন ও শেখ রায়হানকেও গ্রেফতার করা হয়। হাত-পা বাঁধা ও মুখে কাপড় গোঁজা অবস্থায় উদ্ধার করা হয় অপহৃত কামাল হাসানকে। অপহরণকারীদের কাছে একটি গাড়ি ও একটি মোটরবাইক পেয়েছে পুলিশ। রবিবারই গলসির সুরুল কলোনির বাসিন্দা উত্‌পল রায় ও শেখ টোটন নামে দুই যুবককে বিহারের ভাগলপুরের তুলসিপুর থেকে অপহরণের অভিযোগ ওঠে তিন জনের বিরুদ্ধে। দেড় লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সোমবার ভোরে খিরিখ পুলিশের সাহায্য নিয়ে আজাদ শেখ, ওসিদুল সেখ ও মোফি শেখ নামে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে বর্ধমান পুলিশ। অপহৃতদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান থানার পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা।

দেওয়াল ধসে জখম চার জন
বাড়ির দেওয়াল ধসে জখম হলেন চার জন। সোমবার সকালে কাটোয়া শহরের ভূতনাথতলার ঘটনা। তাঁরা সবাই কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য বাড়ির দেওয়াল ধসে পড়ে। ওই সময় জখম চার জন ঘরের ভিতরে ছিলেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে, এ দিনই দুপুরে মোষ চরানোর সময়ে এক ব্যক্তির বজ্রাঘাতে মৃত্যু হয়। খেলারাম মাঝি (৪৮) নামে ওই ব্যক্তির বাড়ি মঙ্গলকোটের খুদরুন গ্রামে।

দুর্ঘটনা, জখম দুই
নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী গাড়ি সোমবার সকালে কেতুগ্রামের বারান্দা মোড়ে একটি গাছে ধাক্কা মারে। গাড়ির চালক মহম্মদ ইফতেকার ও খালাসি মান্নান শেখ গুরুতর জখম হন। তাঁরা বর্ধমান মেডিক্যালে ভর্তি আছেন। পুলিশ জানিয়েছে , গাড়িটি মুর্শিদাবাদের শক্তিপুর থেকে কাটোয়া আসছিল।

নিরাপত্তা বাড়ল কৃষিমন্ত্রীর
বার্নপুরে সিপিএম নেতা খুনের পরে রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটকের নিরাপত্তা বাড়ানো হল। এত দিন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন এক জন। রবিবার থেকে তা বাড়িয়ে চার জন করা হয়েছে। এ ছাড়াও তাঁর গাড়ির সামনে-পিছনে দু’টি গাড়িতে পাঁচ জন করে রক্ষী থাকবেন। আসানসোল-কলকাতা যাতায়াতের পথে ওই রক্ষীরা সব সময় তাঁর সঙ্গে থাকবেন। সম্প্রতি মলয়বাবুর আসানসোলের বাড়িতে চিঠি পাঠিয়ে তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মলয়বাবু চিঠিটি মুখ্যমন্ত্রীকে দেন। সেই চিঠি নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। সোমবার মলয়বাবু জানান, কয়েক দিন আগেই তাঁর বাড়িতে দু’জন রক্ষী দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.