ফরাসি ওপেন
‘সুগারপোভা’ হজম করে ট্রফির সঙ্গে রেকর্ডও সেরেনার
কোলেট তাঁর দারুণ প্রিয়। কিন্তু ‘সুগারপোভা’ খেতে পছন্দ করেন কি না, টেনিসমহল এখনও খোঁজ পায়নি। মারিয়া শারাপোভার ‘ব্র্যান্ড নেম’-এর ক্যান্ডি তিনি সেরেনা উইলিয়ামস খেতে অপছন্দ করলেও বা কী? স্বয়ং শারাপোভা-ই যে সেরেনার প্রিয় খাদ্য!
শনিবার সেরেনার শারাপোভা-বধ টানা তেরো বার হয়ে গেল। ‘আনলাকি থার্টিন’ই সেরেনাকে এনে দিল দীর্ঘ ১১ বছর পর তাঁর দ্বিতীয় ফরাসি ওপেন খেতাব। সব মিলিয়ে ষোড়শ গ্র্যান্ড স্ল্যাম। টেনিসের ওপেন যুগে মার্কিন মেয়েদের মধ্যে সেরেনার চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন মাত্র দু’জন ক্রিস এভার্ট আর মার্টিনা নাভ্রাতিলোভা (১৮)।
রোলাঁ গারোর ফাইনালে এক ঘণ্টা ৪৬ মিনিটে শারাপোভাকে ৬-৪, ৬-৪ হারিয়ে উঠে ‘অন কোর্ট’ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরেনা গড়গড় করে ফরাসিতে টিভি সাক্ষাৎকার দিয়ে গেলেন। যা দেখেশুনে বিস্ময়াবিষ্ট টেনিসমহল ভাবতেই পারে, গত এক বছরে ক্লে কোর্টের যথার্থ উপযোগী খেলাটা সেরেনা বেশি রপ্ত করেছেন, না ফরাসি ভাষাটা?
গত বার রোলাঁ গারোয় বিশ্বের ১১১ নম্বর ভার্জিনিয়া রাজানোর কাছে প্রথম রাউন্ডে হেরেছিলেন সেরেনা। তাঁর কেরিয়ারেরই নিকৃষ্টতম গ্র্যান্ড স্ল্যাম পারফরম্যান্স! এ সব ক্ষেত্রে যেটা হয় সেরেনা সারা রাত প্যারিসের রাস্তায় পাগলের মতো ড্রাইভ করবেন... হাজার বার ভাববেন টেনিসটাই ছেড়ে দেবেন... তার পর মাথা ঠান্ডা হলে ফিরে এসে আরও গোটাকয়েক গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেলবেন! যেমন ২০১০-এর প্রথম টুর্নামেন্ট হোবার্ট ওপেনে এক অখ্যাতের কাছে প্রথম রাউন্ড হেরে করেছিলেন। এবং দু’সপ্তাহ বাদেই অবাছাই সেরেনা অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন।
সেই তুলনায় রোলাঁ গারোর ছবিটা অনেক কম নাটকীয়। এ দিন সেরেনার ট্যুরে টানা ৩১ ম্যাচ জয় পূর্ণ হল। গত চোদ্দো বছরে মেয়েদের টেনিসে সর্বাধিক। গত ফেব্রুয়ারিতেই সেরেনা র্যাঙ্কিংয়ে পয়লা নম্বরে ফেরত এসেছেন। সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসাবে এক নম্বরের সিংহাসনে বসার রেকর্ড গড়ে। গত মাসেই পেশাদার ট্যুরে খেতাব জেতার হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ফরাসি ওপেন অভিযান শুরু করেন শীর্ষ বাছাই হিসাবে। এ মরসুমের ঝুলিতে চার-চারটে খেতাব পুরে।
এ দিন সেরেনাকে যিনি ট্রফির সঙ্গে ২১ লক্ষ ডলারের চেক-ও দিলেন, সেই তিন বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আরান্থা সাঞ্চেজ আঠারো বছর আগে স্টেফি গ্রাফের বিরুদ্ধে রোলাঁ গারোয় খেলেছিলেন, আজকের আগে শেষ বার হওয়া প্রথম দুই বাছাইয়ের ফাইনালে। সে দিন শীর্ষ বাছাই আরান্থা দ্বিতীয় বাছাই স্টেফির কাছ হেরে যান। শারাপোভা অবশ্য ‘স্টেফি’ হতে পারেননি। উল্টে ৩১ বছর ২৫৬ দিন বয়সি সেরেনা ফরাসি ওপেনের সবচেয়ে বয়স্ক মহিলা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করলেন আজ।
সেরেনাকে হারাতে ‘অন্য রকম কিছু’ করতে মরিয়া শারাপোভাকে বাস্তবে ফাইনালে বেশ কিছু ‘ফ্ল্যাট’ ব্যাকহ্যান্ড শট নেওয়া ছাড়া ‘অন্য রকম কিছু’ করতে দেখা যায়নি। বরং ক্লে কোর্টে সেরেনা যে কী অবিশ্বাস্য উন্নতি করেছেন খেলায়, সেটা বোঝা যাচ্ছিল তাঁর অনেক বার কোর্টের দু’কোণ থেকেই ডিফেন্সিভ ব্যাকহ্যান্ড, বা ‘ব্যাক অ্যান্ড অ্যাক্রস’ গিয়ে ছোট কোণ তৈরি করে ফোরহ্যান্ড শট নেওয়ার মধ্যে।
তা সত্ত্বেও শারাপোভা এ দিন যথেষ্ট ভাল খেলেন। যে ঘনঘন ডাবল ফল্টের জেরে তাঁর সার্ভিস ইদানীং কামড় হারিয়েছিল সেই সার্ভ আজ আগাগোড়া ভাল করেছেন। চার বার ডাবল ফল্ট হওয়া সত্ত্বেও। শুরুতেই সেরেনার সার্ভিস ভেঙে ২-০ এগিয়ে এবং তৃতীয় গেমেও ৪০-১৫ করে শারাপোভা যখন সত্যিই ‘অন্য রকম কিছু’ করতে চলেছেন, তখন সেরেনার প্রচণ্ড জোরে ‘কাম অন’ হুঙ্কার কি তাঁকে যতটা উদ্দীপ্ত করেছিল, তার চেয়েও কি বেশি ঘাবড়ে দিয়েছিল শারাপোভাকে? কারণ তার পর টানা চার গেম জিতে সেরেনা ৪-২ এগিয়ে যান। শারাপোভা আবার সেরেনাকে ভেঙে ৪-৪ করলেও তখন মার্কিন কৃষ্ণাঙ্গীর ভয়ঙ্কর পাওয়ারফুল গ্রাউন্ডস্ট্রোক দেখে প্যাট ক্যাশ টুইট করছেন, “সেরেনার ম্যাচে মনে হয় একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে খেলা হচ্ছে... ‘ছেলে’ কে নিশ্চয়ই বলে দিতে হবে না!” তাই পরের গেমেই শারাপোভাকে ভেঙে সেরেনার প্রথম সেট ৫১ মিনিটে জিততে খুব বেশি অসুবিধা হয়নি। দ্বিতীয় সেটেও শারাপোভা নিজের প্রথম গেম পাঁচ বার ব্রেকপয়েন্ট বাঁচিয়ে ধরে রাখলেও তিন নম্বর গেমেই তাঁর সার্ভিস ভাঙেন সেরেনা। অথচ এ দিন দুর্দান্ত সেকেন্ড সার্ভ করেছেন শারাপোভা। কিন্তু শুধু তা দিয়ে সেরেনার গ্রাউন্ডস্ট্রোকের জবাব দেওয়া সম্ভব ছিল না রুশ টেনিস সুন্দরীর।
উইনিং শট-টা আবার সেরেনার ছিল একটা গোলার মতো ভয়ঙ্কর ‘এস’! যেন রুশ টেনিস সুন্দরীকে বললেন, ‘আমার সার্ভিসটাও এক বার দ্যাখ রে!’

সেরেনা শারাপোভা
এস
ডাবলফল্ট
প্রথম সার্ভ
দ্বিতীয় সার্ভ
উইনার
এরর
ব্রেকপয়েন্ট
১০

৭৭%
৫০%
২৯
২১
৪/১৫


৪৮%
৫৯%
১০
১৭
২/২

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.