পুরুষ ফাইনালে আজ ডেভিড বনাম গোলিয়াথ
হেডিংটা আক্ষরিক অর্থেও যথার্থ। গোলিয়াথরাফায়েল নাদালের সামনে আজ ফরাসি ওপেন ফাইনালে যিনি, সেই ফেরারের প্রথম নাম ডেভিড!
ফেডেরার আর ফেরার! একটা ‘ডে’-র তফাতে রবিবার রোলাঁ গারোর চুড়ান্ত যুদ্ধ কেমন যেন ম্যাড়মেড়ে মেরে গিয়েছে! আরে, জো সঙ্গা যদি কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরারকে না হারাতেন, তা হলে নাদালের সামনে আজ ফাইনালে ফেরার-এর পরিবর্তে ফেডেরার-ই হয়তো থাকতেন! কোথায় পৌঁছে যেত রাফা-রজার চিরপ্রতিদ্বন্দ্বিতা নিয়ে মহাআগ্রহ!
সে জায়গায় রাফা বনাম ফেরার-এর হেড-টু-হেডে রাফায়েল নাদাল এগিয়ে ১৯-৪। শেষ আট সাক্ষাতের ফল ৮-০। এ বছরের হিসাব ৩-০। নাদালকে শেষ বার ফেরার হারিয়েছেন ২০১১ অস্ট্রেলীয় ওপেন কোয়ার্টার ফাইনালে। গ্র্যান্ড স্ল্যামে দু’জনের শেষ সাক্ষাতে গত বছর ফরাসি ওপেন সেমিফাইনালে নাদাল কার্যত উড়িয়ে দিয়েছিলেন ফেরারকে। ৬-২, ৬-২, ৬-১। তার সাত বছর আগে ২০০৫ ফরাসি ওপেন কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৬-২, ৬-০। নাদালের শুধু একটাই খচখচানি থাকতে পারে যে, গ্র্যান্ড স্ল্যামে দু’জনের হেড-টু-হেডে ফেরার সমান-সমান। ২-২। দু’বছর আগে অস্ট্রেলীয় ওপেন ছাড়াও ২০০৭ যুক্তরাষ্ট্র ওপেন চতুর্থ রাউন্ডে ফেরারের কাছে হারতে হয়েছিল নাদালকে।
কিন্তু এই মুহূর্তে নাদাল তাঁর প্রিয় ক্লে কোর্টে একেবারে ফর্মের তুঙ্গে বিরাজ করছেন। সাত মাসের চোটে (এখনও কোর্টে তাঁর বাঁ-হাঁটুতে মোটা স্ট্র্যাপ লাগানো দেখা যাচ্ছে) উইম্বলডন, অলিম্পিক, যুক্তরাষ্ট্র ওপেনে অনুপস্থিত থাকার পর গত ফেব্রুয়ারিতে সার্কিটে ফেরা ইস্তক নাদালের জয়-হারের পরিসংখ্যান অবিশ্বাস্য! ৪২-২। পেশাদার ট্যুরে আটটা টুর্নামেন্ট খেলে ছ’টায় চ্যাম্পিয়ন। ফেরার যতই একটাও সেট না হেরে রোলাঁ গারোয় ফাইনালে উঠুন, নাদাল এখানে ২০০৫-এ আবির্ভাব থেকে গত কাল পর্যন্ত ৫৯ ম্যাচ খেলে মাত্র একটা হেরেছেন! রবিবার অষ্টম ফরাসি ওপেন খেতাব জিতলে গ্র্যান্ড স্ল্যামে নতুন ইতিহাস রচনা করবেন নাদাল। কোনও একটি গ্র্যান্ড স্ল্যাম আট বার চ্যাম্পিয়ন হওয়ার নজির টেনিসে এখনও কেউ গড়তে পারেননি। সাম্প্রাস আর ফেডেরার সাত বার করে উইম্বলডন জিতেছেন। নাদাল নিজেও সাত বার জিতেছেন ফরাসি ওপেন।
তা সত্ত্বেও তাঁর সেই ‘সেকেন্ড হোম’-এ অষ্টম ফাইনালে নামার আগের দিন সতর্ক নাদালের মন্তব্য, “আমার গোটা টেনিসজীবনে শিখে এসেছি প্রতি দিন সমান যায় না। সে নেটের উল্টো দিকে যে-ই থাক না কেন। আর রোজই নিজের সেরাটাও খেলা যায় না। তা-ই জকোভিচকে দুর্দান্ত খেলে হারালেও ফাইনালে আমাকে শূন্য থেকেই শুরু করতে হবে। কারণ প্রতিটা নতুন ম্যাচ শুরু হয় ‘লাভ অল’ মানে ০-০ পয়েন্ট থেকে।”
কে ডেভিড ফেরার
• বার্সেলোনার ৩১ বছর ৬৮ দিন বয়সি টেনিস প্লেয়ার।
• পেশাদার সার্কিটে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়।
সবচেয়ে বেশি মেজর-এ অংশ নিয়ে (২০০৩ সাল থেকে ৪২তম প্রচেষ্টায়) প্রথম কোনও মেজরের ফাইনাল খেলতে চলা টেনিস তারকা।
টিনএজার সময়কার কোচ জেভিয়ার পাইলস এখনও তাঁর কোচ। অথচ সতেরো বছর বয়সে প্র্যাক্টিসে কঠিন পরিশ্রম না করার শাস্তিস্বরূপ ফেরারকে পাইলস সম্পূর্ণ অন্ধকার একটি ২X২ খুপরিতে একটামাত্র পাউরুটি আর সামান্য খাবার জল দিয়ে বেশ কয়েক ঘণ্টা তালাচাবি বন্ধ করে রেখেছিলেন। বিপর্যস্ত ফেরার টেনিস ছেড়ে দিয়ে কনস্ট্রাকশন সংস্থায় কাজ নেন। কিন্তু কয়েক সপ্তাহ পরেই আবার পাইলসের কোচিংয়ে ফিরে আসেন। যাঁকে ফেরার তাঁর ‘দ্বিতীয় বাবা’ হিসাবে পরিচয় দেন এখন।

• বিশ্ব র‌্যাঙ্কিং
• উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি
• ওজন ৭৩ কেজি
• খেলার স্টাইল ডানহাতি। ক্লে কোর্ট স্পেশ্যালিস্ট। এটিপি ট্যুরের অন্যতম দ্রুত, ফিট প্লেয়ার হিসাবে স্বীকৃত। উঁচু দরের বেসলাইনার। তবে নেটের সামনে তেমন ভাল নয়। গ্রাউন্ডস্ট্রোকও সার্কিট-সেরাদের মতো অতটা শক্তিশালী নয়। কিন্তু রিটার্ন অন্যতম সেরা। এ ব্যাপারে সর্বকালের সেরা আগাসি বা বর্তমানে সেরা জকোভিচের সঙ্গে স্বচ্ছন্দে তুলনীয়।
• খেতাব ২০টি। যার মধ্যে ১০টাই ক্লে কোর্টে জেতা।
• চলতি মরসুমে খেতাব ২, জয়-হার ৩৭-৯




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.