দেশের জার্সিতে গোল অধরা দুই মহাতারকার নিজস্ব প্রতিবেদন
ক্লাব প্রতিদ্বন্দ্বিতা সাময়িক মুলতুবি রেখে দেশের জার্সি পরে শুক্রবার রাতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু বিশ্ব ফুটবলের দুই মহাতারকার কেউই বিশেষ কিছু করতে পারলেন না।
রাশিয়ার বিরুদ্ধে পর্তুগাল জিতল হেল্ডার পোস্তিগার একমাত্র গোলে। কিন্তু সিআর সেভেন কিছু করতে পারলেন না। এলএম টেন আবার পরিবর্ত হিসেবে নেমেছিলেন কলম্বিয়ার বিরুদ্ধে। আর্জেন্তিনা জিতল না, ম্যাচ ড্র হল, এবং রোনাল্ডোর মতো মেসিও গোলহীন থেকে গেলেন। যা পরিস্থিতি, তাতে বিশ্বকাপের টিকিট অর্জনে সরকারি সিলমোহরের জন্য আরও এক ম্যাচ অপেক্ষা করতে হবে আর্জেন্তিনাকে।
রেফারির সঙ্গে বচসায় মেসি
অন্য দিকে, রাশিয়াকে হারিয়ে গ্রুপ ‘এফ’-এ ইজরায়েলকে টপকে গেল পর্তুগাল। উঠে এল শীর্ষে। ২০১৪ বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিমকে শেষ পর্যন্ত নামতে দেখা যাবে কি না, তা নিয়েই এক সময় প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু রাশিয়াকে হারিয়ে দিয়ে সে প্রশ্নে আপাতত দাঁড়ি। পাশাপাশি আর্জেন্তিনা ড্র করলেও গ্রপ শীর্ষেই থেকে গেল। মেসির চোট পুরোপুরি ঠিক না হওয়ায় কলম্বিয়ার বিরুদ্ধে তাঁকে পরিবর্তে রেখেই প্রথম দল সাজান স্যাবেলা। এবং প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্জেন্তিনা স্ট্রাইকার গঞ্জালো ইগুয়াইন ও কলম্বিয়ান ডিফেন্ডার ক্রিশ্চিয়ান জাপাতাকে। দ্বিতীয়ার্ধে মেসি নামার পরে আর্জেন্তিনা অসংখ্য সুযোগ তৈরি করলেও গোল পায়নি। মেসির পাসে আগেইরো একবার গোল করে ফেলেওছিলেন। কিন্তু রেফারি সেই গোল বাতিল করে দেন। কারণ তাঁর মনে হয়েছে, ওই সময় মেসি গোলকিপারের মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করেছেন। ম্যাচ শেষে রেফারির সঙ্গে একপ্রস্ত কথা কাটাকাটিও হয় আর্জেন্তিনীয় মহাতারকার। পরে মেসি বলেন, “‘আমাদের উচিত ছিল জেতা। রেফারির ভুল সিদ্ধান্তেই আজ ড্র হল।”
শুক্রবার আবার মাঠের বাইরের কাণ্ডকারখানার জন্য চলে এল ইতালির ‘ব্যাড বয়’ মারিও বালোতেলির নাম। সাম্প্রতিক কালে যে ফুটবলারের আর এক নাম হয়ে দাঁড়িয়েছে ‘বিতর্ক’। চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে গোলশূণ্য ম্যাচে লাল কার্ড দেখে ফের নিজের নতুন নামের ‘মর্যাদা’ রাখলেন সুপার মারিও। চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার গেব্রে সেলাসিকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বালোতেলিকে। তার পর রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে চেক ফুটবলারদের সঙ্গে ঝামেলাতেও জড়িয়ে পড়েন এসি মিলান তারকা। এমনকী মাঠ ছাড়ার আগে প্লেয়ারদের ডাগআউটের দেওয়ালে ঘুষিও মারেন। ম্যাচ ড্র করলেও গ্রুপ বি-এর শীর্ষেই থাকল ইতালি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.