টুকরো খবর |
অ্যাসেজের অশনি সঙ্কেত দেখছেন ওয়াটসনরা
সংবাদসংস্থা • এজবাস্টন |
অ্যাসেজের আগে অস্ট্রেলিয়াকে অশনি সঙ্কেত দেখাল ইংল্যান্ড! শনিবার এজবাস্টনে দুই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে যে তেমনই ইঙ্গিত। ইংল্যান্ডের দেওয়া ২৬৯ রানের টার্গেটে পৌঁছতে ক্রিকেট বিশ্বের এক কালের অধিপতিদের কালঘাম ছুটে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে, তাদের ক্রিকেটের এখন কী হাল। ঘরের মাঠে জেমস অ্যান্ডারসন (৩-৩০), স্টুয়ার্ট ব্রড (১-৩৫), টিম ব্রেসনানদের (২-৪৫) দাপট কতটা, তা বুঝে নিলেন ডেভিড ওয়ার্নার (৯), শেন ওয়াটসনরা (২৪)। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা এমন মুখ থুবড়ে পড়লেন যে, আহত মাইকেল ক্লার্কের জায়গায় নেতৃত্ব দেওয়া জর্জ বেইলিকেই হাল ধরতে হয়। তাঁর ৫৫ রানের ইনিংস ছাড়া ২৩ বছর বয়সি অল রাউন্ডার জেমস ফকনারের অপরাজিত ৫৪-ই সম্বল অস্ট্রেলিয়ার। কিন্তু এইটুকু সম্বল করে কি আর ফর্মে থাকা ইংল্যান্ডকে হারানো যায়? ফলে যা হওয়ার তাই হল, ৫০ ওভারে ২২১ রানেই শেষ অস্ট্রেলিয়া। ৪৮ রানে হার। আসলে ইয়ান বেলের (৯১) মতো একজন ব্যাটসম্যানকে পেয়ে গেলে অস্ট্রেলিয়া লড়াইটা করতে পারত। কিন্তু তেমন কাউকে পাওয়া গেল না। বেল ছাড়া ট্রটের ৪৩ ও বোপারার অপরাজিত ৪৬-ও অজিদের সঙ্গে ইংরেজদের মূল তফাৎটা গড়ে দেয়। ম্যাচের সেরা বেলকে ফেরান সেই ফকনারই, যিনি শেষের দিকে ব্যাট হাতে দলের হাল ধরার চেষ্টা করেও পারেননি।
|
দারুণ শ্রীকান্ত |
|
অঘটন ঘটিয়ে তাইল্যান্ড গ্রাঁ প্রি-র ফাইনালে গেলেন ভারতের কে শ্রীকান্ত। তবে খেতাবের লড়াইয়ে তাঁর সামনে কঠিন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ বিশ্বের সাত নম্বর বুনসাক পনসানা। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬১ নম্বর শ্রীকান্ত সেমিফাইনালে ২১-১৪, ২১-১৮ হারান স্থানীয় প্লেয়ার থামাসিন সিথিককে। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতার চূড়ান্ত লড়াই প্রচণ্ড কঠিন মানলেও অসম্ভব নয় বলে মনে করছেন অন্ধ্রপ্রদেশের ব্যাডমিন্টন তারকা। কারণ, গত তিন বছরে শ্রীকান্তের তিন সতীর্থ, এইচএস প্রণয়, পি কাশ্যপ এবং গুরুসাইদত্ততিন জনের কাছেই হেরেছেন বুনসাক।
|
জার্সি বিতর্ক |
সিদ্ধান্তে অনড় প্যাপসিস সিসে। নিউকাসলের স্ট্রাইকার ক্লাবের নতুন স্পনসরের লোগো বা নাম থাকলে সেই জার্সি পরবেন না। কারণ স্পনসর একটি ঋণ দান কোম্পানি। ধার্মিক এবং নৈতিক কারণে এমন সংস্থার প্রচারে আপত্তি জানিয়েছেন সেনেগালের মুসলিম স্ট্রাইকার। ক্লাবের তরফ থেকে এই ঘটনার প্রতিক্রিয়ায় এখনও কিছু জানানো হয়নি।
|
চোরের খপ্পরে |
সাতসকালে প্রায় পাঁচ লক্ষ জামাইকান ডলার চুরি গেল উসেইন বোল্টের বাবা ওয়েলেসলি বোল্টের। উত্তর-পশ্চিম জামাইকার একটি বাজারের পার্কিং লটে গাড়িতেই অর্থ রেখেছিলেন তিনি। পরে ওই অঞ্চলেরই ব্যাঙ্কে যান। ব্যাঙ্ক থেকে বেরোনোর মিনিট দু’য়েকের মধ্যে আবিষ্কার করেন গাড়ির জানলা ভাঙা। ততক্ষণে দুষ্কৃতীরা অর্থ নিয়ে চম্পট দিয়েছে।
|
সাধু যুবরাজ |
ভারতীয় ক্রিকেটের ‘গ্ল্যামার প্রিন্স’ যুবরাজ সিংহ নাকি ক্যানসারকে হারিয়ে একেবারে সাধু হয়ে গিয়েছেন! পার্টি হোক বা গাড়ি, আজকাল কিছুতেই আর আগ্রহ নেই। যুবরাজের বাবা যোগরাজ সিংহের এমনটাই দাবি। ছেলের এই নতুন অবতারে যোগরাজ শুধু খুশিই নন সঙ্গে গর্বিতও। যুবরাজ নিজে এ ব্যাপারে মুখ খোলেননি। তবে টুইট থেকে পরিষ্কার আর যাই হোক মোবাইল গেমস থেকে আগ্রহ হারিয়ে ফেলেননি যুবরাজ।
|
বন্ধ স্টেডিয়াম |
২০১৪ বিশ্বকাপের জন্য নির্ধারিত মারাকানা স্টেডিয়ামের পর এ বার ২০১৬ অলিম্পিকের জন্য নির্দিষ্ট স্টেডিয়াম নিয়েও সমস্যায় ব্রাজিল। প্রচণ্ড হাওয়ায় ছাদ ভেঙে পড়ার আশঙ্কায় ২০১৫ পর্যন্ত জোয়াও হ্যাভেলাঞ্জ স্টেডিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রিও ডি জেনেইরো প্রশাসন। ছ’বছর আগে প্যান আমেরিকান গেমসের সময় তৈরি এই স্টেডিয়াম মার্চ থেকেই বন্ধ রয়েছে। যদিও রিও প্রশাসনের দাবি ১৮ মাসের মধ্যে ছাদের সমস্যা মিটে যাবে।
|
গাড়ির নম্বর |
মেহতাব হোসেনের নতুন দুধ সাদা রঙের হন্ডা সিটির নম্বর ১৯১৪। আর এই নম্বরের পেছনেই লুকিয়ে আসল গল্প। রহিম নবির জার্সি নম্বর ১৯। মেহতাবের ১৪। দু’টো মিলেয়েই মেহতাবের নতুন গাড়ির নম্বর। এমনিতেই ময়দানে ‘দুই ভাই’ বলেই পরিচিত মেহতাব-নবি। কাকতালীয় হলেও, মেহতাবের গাড়ীর নম্বরেও তাদের সম্পর্কের গভীরতা-ই গাঁথা। শনিবার নতুন হন্ডা সিটি চড়েই ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন দুই বন্ধু। নবির লাল-হলুদ আসা নিয়ে অবশ্য অনেকেই নতুন জল্পনা শুরু করেছে। তবে ক্লাব জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে আইএমজি-তে সই করা নবিকে ইস্টবেঙ্গলের নেওয়ার সম্ভাবনা নেই বলেই লাল-হলুদ সূত্রের খবর।
|
আরও দু’কোটি |
টাকা নেই। নতুন মরসুমের দল গড়তে যখন রীতিমতো জেরবার মোহনবাগান, তখন পরিত্রাতার ভূমিকায় সভাপতি টুটু বসু। দল করার জন্য আগেই এক কোটি টাকা দিয়েছিলেন। এ বার আরও দু’কোটি টাকা জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। যদি জোগাড় করে দিতে না পারেন, তা হলে নিজেই সেই টাকা দেবেন বলে জানালেন টুটুবাবু। শনিবার বাগান সচিব অঞ্জন মিত্রকে চিঠিতে সে কথাই জানিয়েছেন তিনি। টাকার সমস্যার জন্য অবশ্য স্নেহাশিসকে ছেড়ে দিতে পারে মোহনবাগান। ইস্টবেঙ্গলে মননদীপ সিংহের ভবিষ্যৎ নিয়েও ঘোর অনিশ্চয়তা। শোনা যাচ্ছে, ক্লাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও বাড়ি ফিরে লুকিয়ে গোড়ালিতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। যা শুনে রীতিমতো ক্ষুব্ধ লাল-হলুদ কর্তারা। |
|