আট মাসের শিক্ষকতা জীবনে বেশ কিছু দুঃস্থ, গরিব পড়ুয়ার অসহায়তা দেখে তিনি কষ্ট পেয়েছেন। কেউ হয়তো পরীক্ষার ফি জমা দিতে পারেনি, কারও হয়তো ভর্তি হওয়াই মুশকিল হয়ে পড়েছিল। তাঁদের কথা ভেবে শুক্রবার তাঁর বেতন হিসেবে পাওয়া সব অর্থ বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে দান করলেন সেখানকারই ‘গেস্ট লেকচারার’ শুভজিৎ দাস। আইএএস পরীক্ষার প্রস্তুতির জন্য এ দিনই তিনি ওই কলেজে শিক্ষকতার কাজ ছেড়ে দিলেন।
গত বছর সেপ্টেম্বরে ওই কলেজে ভূগোলের ‘গেস্ট লেকচারার’ হিসেবে যোগ দিয়েছিলেন গোপালনগরের বাসিন্দা, বছর তেইশের শুভজিৎ। এ দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীকুমার মিত্রের হাতে বেতন হিসেবে পাওয়া ৩৬ হাজার টাকার চেক তুলে দেওয়ার পরে শুভজিৎ বলেন, “তৃতীয় বর্ষের একটি ছেলে ফি-র অভাবে পরীক্ষা দিতে না পেরে ভেঙে পড়েছিল। জানতে পেরে ওঁকে সাহায্য করেছিলাম। এ রকম অনেক ঘটনার কথা জানি। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, ওঁদের জন্য কিছু করতে হবে। আমার দেওয়া সামান্য অর্থে যদি ওই ধরনের পড়ুয়াদের কিছুটা উপকার হয়, তা হলে ভাল লাগবে।”
দুঃস্থ ও গরিব পড়ুয়াদের জন্য শুভজিতের এই সাহায্যে খুশি কলেজ কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, “ব্যতিক্রমী ঘটনা। অবক্ষয়ের এই সময়ে এই উদ্যোগ শিক্ষণীয়।” শুভজিতের বাবা বিশ্বজিৎ দাস কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “উদ্দেশ্যটা মহৎ। সারা জীবন ও যেন এই মানসিকতা নিয়ে চলতে পারে।” মা শুভ্রাদেবীও ছেলের অর্থদানে গর্বিত।
ক্রিকেট প্রশিক্ষণ শিবির চালু। ঘুটিয়ারি শরিফের প্রভাতী সঙ্ঘের উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪ এবং ১৬ বছরের কিশোরদের জন্য ক্রিকেট প্রশিক্ষণ শিবির। চলবে ১৪ জুন পর্যন্ত। প্রথম দিন ক্লাব সংলগ্ন মাঠে ওই শিবিরের উদ্বোধন করেন জয়নগরের এসইউসি সাংসদ তরুণ মণ্ডল। ওই ক্লাব সূত্রে জানা গিয়েছে, ক্যানিং মহকুমার প্রায় ৫০ জন কিশোর শিবিরে যোগ দিয়েছে। প্রতিদিন সকাল-বিকেল প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ দিচ্ছেন সিএবি-র প্রশিক্ষক সমীর কর। |