টুকরো খবর |
হোম থেকে পালিয়েও ধরা পড়লেন সাত মহিলা নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
রেজিনগরের বেসরকারি হোমের সাত মহিলা আবাসিক শুক্রবার পালিয়ে যায়। তাঁদের মধ্যে ৬ জন বাংলাদেশি। ওই রাতেই রেজিনগর থানার পুলিশ তাঁদের উদ্ধার করে। শনিবার বহরমপুরের সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতদের বেলডাঙার একটি বেসরকারি হোমে রাখার নির্দেশ দেন। কিন্তু তাঁরা বেঁকে বসেন। পুলিশের গাড়ি থেকে নামতেই চাননি ওই মহিলারা। ওই রাতে তাঁদের ঠাঁই হয় রেজিনগর থানায়। রবিবার পুনরায় তাঁদের সিজেএম আদালতে হাজির করানো হয়। এ দিন ‘হোমের মধ্যে শান্তিতে থাকবে’ এই শর্তে মুচলেকা দেওয়ার পর ওই মহিলাদের রেজিনগরের হোমে রাখার নির্দেশ দেন বিচারক অলি বিশ্বাস। হোম সূত্রে জানা গিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি ওই মহিলারা হোমের কর্মীদের মারধর করে বলে অভিযোগ। বেলডাঙা-২ এর বিডিও এবং রেজিনগর থানার ওসি-র মধ্যস্থতায় মেটে সেই সমস্যা। এর পরে গত শুক্রবার ফের তাঁরা হোমের মধ্যে গোলমাল পাকিয়ে পালিয়ে যায়। রেজিনগরের ওই হোমের সুপার তমসা সরকার বলেন, “গত ১ মার্চ হোম কর্মীদের মারধর করে তারা পালায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে হাজির করে। বিচারক বেলডাঙার হোমে রাখার নির্দেশ দিলেও তাঁরা ওই হোমে থাকতে রাজি হয়নি। শেষ পর্যন্ত এ দিন বিচারক আমাদের হোমেই তাঁদের থাকার নির্দেশ দেন।” |
দাদাকে খুন নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হলেন দাদা। মৃতের নাম সামাউল শেখ (৩২)। রবিবার সকালে বেলডাঙার পুলিন্দা গ্রামের ঘটনা। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত সাহাবুল শেখ পলাতক।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছয় ভাইয়ের মধ্যে সামাউল সবার বড় । তাঁর বাড়ির পাশে দাদা পাশে মেজ ভাই সাহাবুল শৌচাগার তৈরি করতে চাইছিলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বিবাদ চলছিল। এ দিন সকালে পুলিন্দা বাজারের মধ্যে সাহাবুল কাটারি হাতে আচমকা সামাউলের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়। |
শিক্ষকের দান নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
অবসরের দিনই স্কুলকে ৫০ হাজার টাকা দান করলেন নওদার ডাঙাপাড়া-মুক্তারপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক খোদাবক্স মণ্ডল। ২৮ ফেব্রুয়ারি তিনি অবসর নেন। ওই দিনই তিনি স্কুলের উন্নয়নে ৫০ হাজার টাকা তুলে দেন। অবসরপ্রাপ্ত ওই শিক্ষক বলেন, “স্কুলের দুঃস্থ অথচ মেধাবী পড়ুয়াদের সাহায্যের জন্য ওই অর্থ ব্যয় করা হবে।” প্রধান শিক্ষক অঞ্জনকুমার রায় বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি স্কুলে শিক্ষকতা করছেন। সেই টানেই ছাত্রদরদি শিক্ষক ছাত্রদের পড়াশোনায় সাহায্যে ওই অর্থ দান করেন।” |
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নির্মীয়মাণ এক বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে কৃষ্ণনগরের দিগনগর হাই স্কুল সংলগ্ন একটি বাড়ি থেকে দুর্গন্ধ বার হতে থাকে। বাড়ির মালিক সুজিত বিশ্বাস তাঁর বাড়ির সেপটিক ট্যাঙ্কে মাঝবয়সী এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। |
শ্লীলতাহানিতে ধৃত নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
এক নাবালিকাকে শ্লীলতাহানির দায়ে পুলিশ শ্রীকৃষ্ণ দেবনাথ নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের বাড়ি নবদ্বীপের চরব্রহ্মনগরে। শনিবার ওই যুবক পাশের বাড়ির এক কিশোরীকে নির্জন স্থানে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। |
ফাগুনে মুকুল। মাজদিয়ায় তোলা সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি। |
চালকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মালবোঝাই দু’টি লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক চালকের। নাম হাবিবুর রহমান (৩২)। বাড়ি বেলডাঙায় ভাবতা এলাকায়। রবিবার সুতি সাজুর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় জখম হন দু’জন। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এক জন চিকিৎসাধীন। |
ধৃত তিন বাংলাদেশি |
অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে শুক্রবার তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শেখ সুমন, মাসুম আলি ও রিয়াজ শেখ বাংলাদেশের বগুড়ার বাসিন্দা। ধৃতদের আশ্রয় দেওয়ার জন্য পুলিশ খড়গ্রামের নগর এলাকার কিসমত শেখকে গ্রেফতার করেছে। |
অস্ত্র-সহ ধৃত |
বেআইনি অস্ত্র-সহ ১০ কিলোগ্রাম বোমার মশলা উদ্ধার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। সাহাজাদপুরে মালিথাপাড়ার বাসিন্দা আসাদ শেখকে ধরে পুলিশ। ৩টি নাইন এমএম পিস্তল সহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। |
দেহ উদ্ধার |
ফরাক্কা ব্যারাজ থেকে রবিবার দুপুরে রাধা পাল (৪৮) নামে এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন পলাশিপল্লিীর এই মহিলা। তাঁকে গলা টিপে খুন করা হয়েছে। |
জখম শিশু |
ছোট গাড়ির ধাক্কায় জখম ৫টি শিশু। রবিবার খড়গ্রামের মণ্ডলশ্বর এলাকায় ওই শিশুরা রাস্তার ধারে দাঁড়িয়েছিল। হাটপাড়াগামী দ্রুত গতির গাড়িটি তাদের ধাক্কা মারে। |
দূরত্ব মুছে যায়। বহরমপুরে তোলা গৌতম প্রামাণিকের ছবি। |
|