বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল দুই দুষ্কৃতীর। বৃহস্পতিবার রাতে ভাঙড়-২ ব্লকের কাঁঠালিয়ার খালধারপাড়া এলাকার একটি বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। পুলিশ জানায়, আচমকা বোমা ফেটে যাওয়ায় পাঁচ দুষ্কৃতী জখম হয়। তাদের কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানেই নজরুল মোল্লা (৩০) এবং তোয়েব মোল্লা (২৯) নামে দুই দুষ্কৃতী মারা যায়। তাদের বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ নানা অভিযোগ রয়েছে থানায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সময়ে নজরুল এবং তোয়েবকে সিপিএমের সভা-সমাবেশে দেখা গেলেও সম্প্রতি তাদের তৃণমূলের মিছিল-মিটিংয়ে দেখা যাচ্ছিল। তৃণমূলের ব্লক সভাপতি অবশ্য দাবি করেছেন, “ওরা আমাদের দলের কেউ নয়। সিপিএম আশ্রিত সমাজবিরোধী।” সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার ঘোষের পাল্টা দাবি, “ওরা ভাড়া করা সমাজবিরোধী। কখনও আমাদের দলে ছিল না। তৃণমূলের জন্যই বোমা তৈরি করছিল।”
|
প্রায় দিন পনেরো ধরে দফায় দফায় লোডশেডিংয়ে নাজেহাল অবস্থা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকার বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না। সমস্যায় পড়ছে স্কুলপড়ুয়ারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। তার উপরে প্রবল গরমে নাজেহাল দশা বাসিন্দাদের। বিদ্যুৎ দফতরকে জানিয়েও কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন তাঁরা। বাসন্তীর বিদ্যুৎ বণ্টন সংস্থা সূত্রে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে একটি সমস্যা হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
|
রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ খানের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলল সিপিএম। সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তীর অভিযোগ, “লালবাতি লাগানো গাড়ি চড়ে শুক্রবার বিকেলে বাসন্তী থানায় যান জাভেদ খান। নির্বাচনী বিধি চালুর পরে ওই গাড়ি চড়ে মন্ত্রী বিধি ভেঙেছেন। উনি পুলিশের উপরে চাপ সৃষ্টি করে বিরোধীদের কব্জা করার পরামর্শ দিয়েছেন বলে শুনেছি।” জাভেদের বক্তব্য, “নির্বাচনী বিধি সম্পর্কে আমি সচেতন। ব্যক্তিগত প্রয়োজনে বাসন্তী থানায় যাই। এর বেশি বলব না।” |