‘জেমস’-কে হাতিয়ার করেই এবার পঞ্চায়েত নির্বাচনে ব্লকস্তরে মনোনয়ন দাখিল করা প্রার্থীদের তথ্য নির্বাচন কমিশনের দফতরে পৌঁছে যাচ্ছে। ‘জেমস’ অর্থাৎ জেনারেল ইলেকশন ম্যানেজম্যান্ট সিস্টেম নামে নির্দিষ্ট সফটওয়্যার। ওই সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে সংযোগকারীরা অনলাইনে পর্দায় একটি ফর্মাট পাবেন। প্রথম দিন থেকে সময়সীমা ফুরনো পর্যন্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কোথায় কত জন প্রার্থী মনোনয়ন জমা দিলেন, তাঁরা কে কোন দলের নামঠিকানা-সহ তথ্য বিডিও অফিসের কর্মীরা নথিভুক্ত করছেন। সেটাই নির্বাচন কমিশনের দফতরে তখনই পৌঁছে যাচ্ছে। বুধবার কোচবিহারে মনোনয়নপত্র জমা পর্ব শুরুর দিন থেকেই ওই প্রক্রিয়া চালু হয়েছে। জেলাশাসক মোহন গাঁধী বলেন, “মনোনয়ন দাখিল শুরুর দিন থেকেই ওই ব্যবস্থায় তথ্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।” জেলার ১২ ব্লকেই ব্যবহার করা হচ্ছে এ পদ্ধতি। কোচবিহারে ২২৮৮টি ভোটকেন্দ্রে ভোটার ১৭ লক্ষ ৮৬ হাজার ৩৯০ জন। প্রায় ১২ হাজার ভোট কর্মীর তালিকা তৈরির কাজ চূড়ান্ত হয়েছে।
|
এক পুলিশ কর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে কোচিং সেন্টারের কর্ণধারের বিরুদ্ধে। বুধবার বিকালে বামনগোলার পাকুয়াহাটের মির্জাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকেই পলাতক। বৃহস্পতিবার বাসিন্দারা ওই কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ দেখান। অভিযুক্তের নাম বাবুলকৃষ্ণ সরকার। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, “অভিযোগ পেয়ে মামলা করা হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।” পুলিশ জানায়, হবিবপুরের নকইল গ্রামের বাসিন্দা ওই পুলিশ কর্মী রাজ্য পুলিশে কনস্টেবল। তিনি এখন ব্যারাকপুরে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রাইভেটে মাধ্যমিক পরীক্ষা দিতে তাঁর স্ত্রী পাকুয়াহাটের ওই সেন্টারে যোগাযোগ করেন। গত বুধবার বিকালে তিনি পুলিশ কর্মীর স্ত্রী টাকা দিতে গিয়েছিলেন। মহিলার অভিযোগ, “কোচিং সেন্টারে একা পেয়ে বাবুলকৃষ্ণ সরকার আমাকে ধর্ষণের চেষ্টা করেন। আমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসতেই ওই ব্যক্তি পালিয়ে যান।” বামনগোলা থানার ওসি পূর্ণেন্দু মুখোপাধ্যায় জানান, ওই কোচিং সেন্টারের মালিক বাবলুকৃষ্ণ সরকারের বিরুদ্ধে আগেও মহিলা সংক্রান্ত অভিযোগ এসেছিল। তবে কোনও ক্ষেত্রে লিখিত অভিযোগ না পেয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের পতিরাম এলাকার বিএসএফের সদর ক্যাম্পে। দুপুর আড়াইটা নাগাদ আবাসনের ঘর থেকে পুলিশ ওই জওয়ানের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবেন্দ্র সিংহ (২৭)। তাঁর বাড়ি মথুরা জেলায়। বিএসএফ ও পুলিশ সূত্রের খবর, তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গত এক বছর ধরে এই জেলায় তিনি কর্মরত ছিলেন। স্ত্রী পুত্র নিয়ে তিনি সদর দফতরের আবাসনে থাকতেন। গত ১ জুন থেকে তিনি ছুটিতে ছিলেন। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
|
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ২৩ নম্বর রায়গঞ্জ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি-র জেলা সাধারণ সম্পাদক নিমাই কবিরাজ। বৃহস্পতিবার দুপুরে নিমাইবাবু দলের শতাধিক কর্মী সমর্থক সঙ্গে নিয়ে মিছিল করে গিয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় মহকুমাশাসক নন্দিনী সরস্বতীর কাছে মনোনয়নপত্র জমা দেন। প্রশাসন সূত্রেই জানানো হয়, জেলা পরিষদের ২৬টি আসনের জন্য বুধবার থেকে মনোনয়ন পত্র তোলা ও জমার কাজ শুরু হয়েছে।
|
ট্রাক্টরের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আবু সালে (১৮)। তার বাড়ি গোয়ালপোখরের চেরচেরিয়া এলাকায়। গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময়ে মাটি বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা মারে।
|
রেল লাইনের ধার থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। বৃহস্পতিবার সকালে হেমতাবাদ থানার বামনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। রেল পুলিশ জানাচ্ছে, মৃতের আনুমানিক বয়স ৩৭ বছর। কাটিহার বা রাধিকাপুরগামী কোনও ট্রেনের ধাক্কায় তিনি মারা গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।
|
বৃহস্পতিবার দুপুরে ইটাহার থানার দুর্গাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে গাঁজা বোঝাই ১৩টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করে পুলিশ। এদিন বাসিন্দারা তা পড়ে থাকতে দেখে খবর দেন। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। |