ভোটের সময়ে বৃষ্টি নিয়ে উদ্বেগ, প্রস্তুতি প্রশাসনে
ক্ষিণ দিনাজপুরে আষাঢ় মাসে জোর বর্ষার সম্ভাবনার কথা ইতিমধ্যে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে। এতে রাজ্যের শেষ দফায় পঞ্চায়েত ভোট নিয়ে চিন্তিত জেলা প্রশাসনও। জেলায় ৯ জুলাই পঞ্চায়েত ভোট হবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, জুন জুনেই ভারী বৃষ্টি হবে। সব কিছু মাথায় রেখেই জেলায় ত্রিস্তর পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “দক্ষিণ দিনাজপুরে টানা বৃষ্টির নজির রয়েছে। এরমধ্যে পঞ্চায়েত ভোট। পরিস্থিতি মোকাবিলার জন্য সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বৃহস্পতিবার জেলা পঞ্চায়েত দফতর থেকে সবগুলি ব্লকের বিডিওদের চিঠি দিয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে। জেলা পঞ্চায়েত আধিকারিক প্রলয় রায়চৌধুরী জানান, ভোট বাক্সগুলি ঢাকার জন্য পলিথিনের জ্যাকেটের বন্দোবস্ত করা হয়েছে। বেশকিছু এলাকায় বুথে পৌঁছাতে নৌকা ও গরুর গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। জেলা কৃষি দফতর সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুরে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৬০০ মিলিমিটার। কিন্তু মে-জুন মাসে তেমন বৃষ্টি না হয়ে একযোগে জুলাই-অগস্টে একটানা প্রচন্ড বৃষ্টি হয়।” পঞ্চায়েত ভোটের সময় জোর বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন জেলা কৃষি উপ-অধিকর্তা লক্ষীকান্ত মান্ডি। তিনি বলেন, “জেলায় জুলাই থেকে জোর বৃষ্টি শুরু হয়। জুন মাসে ৩০০ থেকে বড়জোড় ৫০০ মিলিমিটার বৃষ্টি হয়। জুলাই-অগস্টে এক হাজার মিলিমিটার বৃষ্টিপাতের প্রবণতা দেখা যায়।”
দক্ষিণ দিনাজপুর জেলায় আত্রেয়ী, পুর্নভবা, টাঙন, যমুনার মত বড় ৪টি নদী ও আরও ১২টি শাখা নদী রয়েছে। এছাড়া খাঁড়ি-সহ ৮টি বড় দিঘি এবং অন্তত ৪০ হাজার পুকুর, জলাশয় রয়েছে। এতে বর্ষাকাল বরাবর বন্যা আতঙ্কে কাটান বাসিন্দারা। এই সময়ে পঞ্চায়েত ভোটপর্ব সারতে প্রশাসন যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার উপর জোর দিচ্ছে। জেলার তপন, হিলি, কুমারগঞ্জ এবং কুশমন্ডির মত বেশকিছু দুর্গম এলাকার বুথে পৌঁছাতে ভোট কর্মীদের গাড়ির পাশাপাশি নৌকার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, তপন, গঙ্গারামপুর ও কুশমন্ডি ব্লকের নিচু এলাকা বর্ষায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়। এতে ভোটে ওই এলাকাগুলির কিছু প্রাথমিক স্কুলের বুথ সরিয়ে অন্যত্র নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা পঞ্চায়েত আধিকারিক প্রলয়বাবু জানান, গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম প্রাথমিক স্কুলে দুটি বুথ সরিয়ে অশোকগ্রাম হাইস্কুলে স্থানান্তর করা হচ্ছে। এই ধরণের এলাকায় ভোট কেন্দ্রগুলি চিহ্নিত করে ব্যবস্থা নিতে বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.