ডেঙ্গি সন্দেহে শিলিগুড়ির সুভাষপল্লির বাসিন্দা এক ব্যক্তিকে নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম প্রলয় বিশ্বাস। বয়স ৫৪ বছর। সম্প্রতি তিনি কলকাতায় গিয়েছিলেন। গত বৃহস্পতিবার কলকাতা থেকে ফেরার পর শনিবার থেকে তাঁর জ্বর মাথা ব্যথা-সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। গত সোমবার তাঁকে কলেজপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। প্রাথমিক পরীক্ষায় প্রলয়বাবুর ডেঙ্গি হয়েছে বলেই চিকিৎসকদের সন্দেহ। তবে নিশ্চিত হতে রক্তের নমুনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। শিলিগুড়ি পুরসভায় ঠিকাদার হিসেবে কাজ করেন তিনি।
শহরে ডেঙ্গি আক্রান্তের খরবে পুরসভার তরফে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ডেঙ্গি নিয়ে বাসিন্দাদের সচেতন করতে উদ্যোগী হয় স্বাস্থ্য দফতর। শহরের প্রতিটি ওয়ার্ডে পুরসভার তরফে স্বাস্থ্য কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে কোথাও কোনও ডেঙ্গির রোগী রয়েছে কি না তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। প্রতিটি বাড়িতে গিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। বাড়িতে কোথাও যাতে জল জমে না থাকে সে দিকে নজর দিতে বলা হয়েছে। সাবধানতা অবলম্বন করার কথা জানানো হয়েছে কোথাও কোনও পাত্রে যাতে জল কয়েকদিন ধরে পড়ে না থাকে। কেননা ডেঙ্গির বাহক মশা পরিষ্কার জলে ডিম পাড়ে।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে সচেতনতা প্রচার করা হচ্ছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক বলেন, “বিষয়টি নিয়ে আমরা সর্তক রয়েছি। তবে ডেঙ্গি সন্দেহে যাঁকে নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে সেই ব্যাপারে কোনও রিপোর্ট এখনও হাতে আসেনি।” উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে রক্তের নমুনা পরীক্ষার পরই ডেঙ্গি সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
গত বছর ডেঙ্গিতে আক্রান্ত শহরের কয়েক জন বাসিন্দাকে হাসপাতাল এবং বিভিন্ন নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। তাদের কয়েকজন বাইরে থেকে রোগ সংক্রমণ নিয়ে এসেছিলেন। এ বছর থেকে তাই বাড়তি সতর্কতা নেওয়া হয় পুরসভা এবং স্বাস্থ্য দফতরের তরফে। |