স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বৃহস্পতিবার এক রোগীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এইচআইভি পজিটিভ ওই মধ্যবয়স্ক ব্যক্তির বাড়ি নারকেলডাঙার ক্যানাল ইস্ট রোডে। হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন ওই ব্যক্তি। অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি চলছিল। এর আগে কিছু দিন মেডিক্যাল কলেজেও ভর্তি ছিলেন তিনি। গত ২১ মে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের একটি কেবিনে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, রোগের জন্য মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাঁর দেখভালের জন্য রাতে তাঁর ছেলে সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই ব্যক্তিকে নিজের শয্যায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর পেট ব্লেড দিয়ে কাটা ছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
|
জাল ওষুধ বিক্রি চক্রে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর দিনাজপুরে করণদিঘিতে। ওই দোকান থেকে কোনও ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স মেলেনি। উদ্ধার করা হয়েছে ৩০ কার্টুন জাল ওষুধ। এর মধ্যে টাবলেট, ক্যাপসুল এবং সিরাপও রয়েছে। করণদিঘি থানার আইসি সুকুমার মিশ্র জানান, ড্রাগ কন্ট্রোলারকে সব জানানো হয়েছে। |