টুকরো খবর
লগ্নি সংস্থার নামে নালিশ
ফেব্রুয়ারি মাস থেকে কোনও রকম মেয়াদ উত্তীর্ণ টাকা পাচ্ছেন না বলে অভিযোগে ‘অ্যাঞ্জেল অ্যাগ্রিটেক লিমিটেড’ নামে একটি অর্থ লগ্নিকারী সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন এজেন্ট ও আমানতকারীরা। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে মিছিল করে অভিযোগকারীরা শিলিগুড়ি মহকুমাশাসকের অফিসে গিয়ে স্মারকলিপিও দেন। মহকুমা শাসক রচনা ভকত তাঁদের দাবি সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার অংমু গ্যামসো পাল বলেন, “পুলিশ তদন্ত শুরু করেছে।” এক আমানতকারী বিজয় বিশ্বাস গত ৩ মে নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন। তাতে অ্যাঞ্জেলের ম্যানেজিং ডিরেক্টর শেখ হাসিবুল, শিলিগুড়ির ফুলবাড়ির সিনিয়র এজেন্ট পয়জার আলি, সাউথ কলোনির সুবোধ সরকার, হলদিবাড়ির অলক সেন ও পেলকুজোতের নারায়ণ বর্মণের নাম রয়েছে। ৫ মে শিলিগুড়ি থানায় একটি অভিযোগ হয়। তাতে আরও ১১ জনের নাম রয়েছে। দুটি অভিযোগেই হাসিবুলের নাম রয়েছে।

বিএসএনএল গেটে ক্ষোভ মঞ্চ সদস্যদের
মোবাইল ও ল্যান্ডলাইন পরিষেবার স্বাভাবিক করার দাবিতে বিএসএনএল অফিসে কর্মীদের ঢুকতে বাধা দিল আলিপুরদুয়ারের স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার বিএসএনএল অফিসের গেটে ব্যানার টাঙিয়ে কর্মীদের ঢুকতে বাধা দেয় অভিভাবক মঞ্চের সদস্যরা। বিএসএনএলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার সুব্রত ইশ্বরারী বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক দিন পরিষেবায় সমস্যা হয়। ল্যান্ডলাইন, মোবাইল, ফ্যাক্স, ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হয়েছে। বিএসএনএলের দফতরের বিল জমা নেওয়া যাচ্ছিল না। তবে সমস্যা মিটেছে পরিষেবা স্বাভাবিক হচ্ছে।” ভারপ্রাপ্ত মহকুমা শাসক শিশির লেপচা এ দিন বলেন, “বিএসএনএলের মোবাইল ও ল্যান্ড ফোনে মাঝেমধ্যেই সমস্যা হচ্ছে। যাতে আর টেলিফোন পরিষেবায় কোনও রকম বিঘ্ন না ঘটে সেজন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা বলব।” আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু বলেন, “ল্যান্ড ফোনে সমস্যা হওয়ায় জরুরি। হাসপাতাল, দমকল ও পুলিশের সাথে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে মানুষের। মোবাইলেও একই দশা।’’

প্রশিক্ষণ শিবির
শিলিগুড়ি মহকুমা কৃষি দফতর ও ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিনদিন ব্যাপী এক জৈব কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সম্প্রতি শিলিগুড়ি মহকুমার চারটি ব্লক ও রাজগঞ্জ ব্লকের ৩০ জন কৃষকদের নিয়ে বাগডোগরায় প্রশিক্ষণ শিবিরটি হয়েছে। আধিকারিকেরা জানান, ইতিমধ্যে জৈব কৃষি পদ্ধতিতে ৩০টি বাগান তৈরি করা হয়েছে। পরবর্তীতে এইচআইভি সংক্রামিত ব্যক্তি এবং প্রান্তিক কৃষকদের নিয়ে আরও ১৫ টি বাগান তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রকল্প অধিকর্তা তরুণ মাইতি। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা কৃষি দফতরের সহ অধিকর্তা সোমনাথ শীল, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনয় রায় উপস্থিত ছিলেন।

ছাত্র-বিক্ষোভ
আলিপুরদুয়ার কলেজে শিক্ষাবিজ্ঞান ও সমাজবিদ্যা চালুর দাবি জানিয়ে বিক্ষোভ দেখিয়েছে ছাত্র পরিষদ। তিন ঘণ্টা ধরে কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ চলে। এ দিন সকাল সাড়ে এগারোটা থেকে দপুর আড়াইটে পর্যন্ত ঘেরাও করে রাখা হয়। আলিপুরদুয়ার কলেজের অধ্যক্ষ সুব্রত পঞ্চানন বলেন, “ছাত্র সংগঠন থেকে দুটি পাঠক্রম চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে। বিষয়টি উর্দ্ধত্বন কর্তৃপক্ষকে জানাব।” ছাত্র পরিষদ নেতা সঞ্জয় সরকার বলেন, “অনেক ছাত্র ছাত্রী সমাজবিদ্যা ও শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়তে চান। দ্রুত এই দুটি বিষয় চালুর দাবি জানানো হয়েছে।”

হয়রানির নালিশ তরুণীর
শিলিগুড়ি মহকুমা প্রশাসনের মহিলা সেলে এক তরুণী অভিযোগ করেন, ফেসবুকে তাঁর ছবি দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। গত মার্চে অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ওই তরুণী অভিযোগ করেন। তিনি জানান, সেপ্টেম্বরে অ্যাকাউন্টটি তৈরি করা হয়। তার পরে সেটিতে কোনওভাবে আমার টেলিফোন নম্বরও জুড়ে দেওয়া হয়। এর পরে নানা জায়গা থেকে টেলিফোন আসা শুরু হয়। পরে এসএমএস আসতে শুরু হওয়ায় মহকুমা শাসকের সেলে অভিযোগ করেন। মহকুমা প্রশাসনের এক কর্তা জানান, অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ঠিকাদারদের ক্ষোভ
বকেয়া না পেয়ে শিলিগুড়ি পুরসভায় বিক্ষোভ দেখালেন ঠিকাদারেরা। পুর সচিবকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ, গত পুজোর পর থেকে কোনও বকেয়া মিলছে না। ৪০০ জন ঠিকাদারের প্রায় ২০-২৫ কোটি টাকা বকেয়া রয়েছে। টাকা না দিয়েই কাজ চালিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে ঠিকাদারদের দাবি।

অগ্নিদগ্ধ বধূর মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শান্তিনগর এলাকার শ্রীনগর কলোনীতে। মৃত গৃহবধূর নাম রাখি সরকার (২০)। তাঁকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। তার স্বামী গোবিন্দ সরকার সেই সময় বাড়িতে ছিলেন না বলে পুলিশকে জানিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাখি আত্মহত্যাই করেছেন। রাত পর্যন্ত রাখির বাড়ির পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি।

যুবকের অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। শিলিগুড়ির সাউথ কলোনী সংলগ্ন নন্দীগ্রামে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। মৃতের নাম শম্ভু চাকী (৪২)। তাকে বৃহস্পতিবার সকালে বাড়ির লোকেরা গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। তাঁকে সংলগ্ন রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কোনও রকম সুইসাইড নোট অবশ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.