শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানো বা মহানন্দা অ্যাকশন প্ল্যানে নিকাশি প্রকল্প তৈরিই শুধু নয়, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের আরও অনেক কাজে যুক্ত ছিলেন ধৃত বাস্তুকার মৃগাঙ্কমৌলি সরকার। সে সব অনেক কাজেই বহু কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তাই এসজেডিএ-এর অন্দরেই ওই বাস্তুকারের ভূমিকা যাতে পুলিশ খতিয়ে দেখে সেই দাবি উঠেছে। এসজেডিএ’র একটি সূত্রই জানিয়েছে, জোড়াপানি নদী খাত সংস্কার করতে মাটি কাটা, নিউ জলপাইগুড়ি এলাকায় ড্রাইপোর্ট তৈরিরা পরিকল্পনা করা, কাওয়াখালিতে সীমানা পাঁচিল, রাস্তা তৈরির মতো প্রকল্পের পরিকল্পনা এবং কাজ দেখভালের দায়িত্বে ছিলেন মৃগাঙ্কবাবু। শিলিগুড়ি পুলিশ কমিশনার কে জয়রামন বলেন, “তদন্তে নেমে অন্যান্য কাজের ক্ষেত্রেও বিভিন্ন তথ্য মিলছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এসজেডিএ’র অন্য বাস্তুকার, কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় নথিও চাওয়া হচ্ছে।”
জোড়াপানি নদীখাত সংস্কারের প্রকল্পে ৯ কোটি টাকা ইতিমধ্যেই ঠিকাদার সংস্থাকে পাইয়ে দিলেও প্রায় কোনও কাজই হয়নি বলে অভিযোগ। এমনকী ত্রিফলা বাতি বসানোর পরিকল্পনার সঙ্গেও তিনি কতটা যুক্ত তা খতিয়ে দেখার দাবি উঠেছে। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল প্রতিনিধি বিষয়গুলি খতিয়ে দেখেন। মৃগাঙ্কবাবুর ওই সমস্ত কাজের সময় মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ছিলেন গোদালা কিরণ কুমার। বর্তমানে তিনি মালদহের জেলাশাসক। আদালতে মৃগাঙ্কবাবুর আইনজীবী তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বুধবার।
বাস্তুকার মৃগাঙ্কবাবুকে গ্রেফতারের পর দফতরের আরও কয়েকজন বাস্তুকারের ভূমিকা পুলিশ খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই শনিবার এক বাস্তুকারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেন। ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা এ ব্যাপারে মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কাছে গিয়ে এ ভাবে পুলিশি জেরার ব্যাপারে অভিযোগ জানান। পুলিশ অবশ্য জানিয়েছে তদন্তের জন্য বিভিন্ন নথিপত্র দরকার বলে সে সব চাওয়া হয়েছে। কর্মী, আধিকারিদের এ ব্যাপারে সহযোগিতা করতে বলা হয়েছে। মুখ্য কার্য নির্বাহী আধিকারিক শরদ দ্বিবেদী বলেন, “পুলিশ তাদের মতো তদন্ত করছে। এ ব্যাপারে আমাদের বলার কিছু নেই।” তদন্ত করতে এসজেডিএতে পুলিশ এলেই কাকে ডাকছে তা নিয়েই সকলেই উদ্বিগ্ন থাকছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযোগ জানানোর পরেই প্রায়ই এসজেডিএতে গিয়ে কর্মী, আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দফতরের একাংশ কর্মীরা অবশ্য পুলিশি তদন্তের পক্ষেই। তারা মনে করেন দফতরের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এই ঘটনা ইতিবাচক ভূমিকা নেবেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্মশানে বৈদ্যুতিক চুল্লি এবং মহানন্দা অ্যাকশন প্ল্যানে নিকাশি প্রকল্প তৈরির কাজে দুর্নীতি ব্যাপারে অভিযোগ জানানো হলেও তদন্তে নেমে আরও বেশ কিছু কাজের ক্ষেত্রে নানা অসঙ্গতি নজরে আসছে। সমস্ত কিছুই তারা খতিয়ে দেখছেন। দফতরের বাস্তুকারদের কাছে কিছু নথিপত্র চাওয়া হয়েছে।
|