পথচারী মা ও মেয়েকে ধাক্কা মেরে রাস্তার পাশে জমিতে গাড়ি নিয়ে পড়ে মৃত্যু হল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক কর্মকর্তার। মারা গেলেন ওই মা ও মেয়ে।
বুধবার রাতে পুরুলিয়া মফস্সল থানার আইমুণ্ডি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত বরুণ মণ্ডল (৫২) আইওসি-র রাঁচি ডিভিশনের সহকারী ম্যানেজার পদে কর্মরত ছিলেন। ঝালদা থানার ইলু জারগো এলাকায় তাঁর বাড়ি। মৃত্যু হয় আড়শার হেটগুগুই গ্রামের তিলকা মাহাতো (৩২) ও তাঁর মেয়ে মানসী মাহাতোর (৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরুণবাবু নিজেই গাড়ি চালিয়ে ঝালদা থেকে পুরুলিয়ার দিকে আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িটি পথচারী ওই মা-মেয়ে সহ তিনজনকে ধাক্কা মারে। এরপরেই তিনি গাড়ি সমেত রাস্তার পাশে নীচু জমিতে গড়িয়ে যান। তাঁর গাড়িও উল্টে যায়। ঘটনাস্থলেই বরুণবাবু ও তিলকাদেবীর মৃত্যু হয়। মানসীকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় জখম লিপিকা মাহাতো নামের এক মহিলাকে ঝাড়খণ্ডের বোকারো স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতেই মফস্সল থানার চাকরা গ্রামের কাছে এতটি ট্রেলারের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ হয়। মৃত্যু হয় মোটরবাইকের চালক কুলদীপ পাণ্ডের (২৬)। ওই মোটরবাইকের আরোহী কুলদীপের পড়শি তরুণী পাথরি মাহাতো জখম হন। তিনিও বোকারো স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
|
সিসিটিভি-র ফুটেজ দেখে ব্যাঙ্ক ডাকাতির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল। ধৃত যুবকের নাম সাধনচন্দ্র মাহাতো। কেন্দা থানার পারবাইদ গ্রামে বাড়ি। বৃহস্পতিবার বিকেলে তাকে ধরা হয়। ২২ মে কেন্দা বাজারের বালকডি পোস্ট অফিসে চার দুষ্কৃতী প্রচুর টাকা লুঠ করে পালায়। দিন দশেক পরে কেন্দার থানারই গোবিন্দপুর গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বন্দুক দেখিয়ে লক্ষাধিক টাকা লুঠ করে দুষ্কৃতীরা। পুলিশের দাবি দু’টি ডাকাতির ঘটনায় সাধন জড়িত। আজ শুক্রবার আদালতে তাকে তোলা হবে। |