ভোট নিয়ে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট ও বাসন্তী |
মনোনয়নপত্র জমা শেষ হতেই সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং মহকুমার বাসন্তী ও বসিরহাট মহকুমার হাড়োয়া, মিনাখাঁ, ও সন্দেশখালির বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার সকালে এলাকা দখলকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তীর তিতকুমার এলাকা। আহত হয়েছেন উভয় পক্ষের ১৩ জন। তাঁদের ক্যানিং মহকুমা ও বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অশান্তি হয় বসিরহাটেও। সিপিএমের অভিযোগ, বুধবার সন্ধ্যায় হাড়োয়ায় ২ নম্বর গোপালপুর পঞ্চায়েতের নাটুরআঁটি, জামপুর-সহ কয়েকটি গ্রামে কয়েক জন তৃণমূল সমর্থক আগ্নেয়াস্ত্র-সহ এসে সিপিএম প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেয়। সিদিকুল্লা চৌধুরীর নেতৃত্বাধীন এআইউডিএফের অভিযোগ, তাঁদের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সাকিরা বিবি-সহ কয়েক জনের বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল। বুধবার রাতে মিনাখাঁর চাপালি গ্রামে তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। ওই দিনই বুধবার মিনাখাঁর বামনপুকুরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে আহত হন উভয় দলের কয়েক জন। ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
|
প্রতিবন্ধী সরঞ্জাম বিতরণ শিবির
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শতাধিক প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হল ট্রাই সাইকেল, হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, ক্র্যাচ এবং হাঁটার সরঞ্জাম। বসিরহাটের বেগমপুর গ্রামের মাঠে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই সরঞ্জামগুলি প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক চন্দন ঘোষ, বসিরহাট-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আজিজার মোল্লা প্রমুখ।
|
ডাম্পারের ধাক্কায় জখম হলেন ছোট ট্রাকের ১৫ জন যাত্রী। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বাগনানের মানকুর মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, সকাল পৌনে ৯টা নাগাদ ১৫ জনকে নিয়ে ট্রাকটি ধুলাগড়ির দিকে যাচ্ছিল। একটি লরিকে পাশ কাটানোর সময়ে পিছন থেকে আসা ডাম্পারটি ছোট ট্রাকটিকে ধাক্কা মারে। ট্রাকটি রাস্তার ধারে উল্টে যায়। বাগনান হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পরে তিন জনকে ছেড়ে দেওয়া হয়। ১২ জনকে উলুবেড়িয়া হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। |